গপ্পোটা হল, ডেলি মেলে প্রকাশিত খবর অনুযায়ী, ৬৩ বছর বয়সের ওয়েন হঠাৎই পৌঁছে গেলেন শহরের এক জনপ্রিয় মাসাজ পার্লারে৷ আর সেখানে গিয়ে বুক করলেন সুন্দরী জো-কে ৷ সময় যখন এল মাসাজের ৷ তখনই ঘটল বিপত্তি ! সুন্দর করে সেজে মাসাজের ঘরে এসে ঢুকলেন জো ৷ হাতে তাঁর এক বাটি কাস্টার্ড ! মাসাজে কাস্টার্ড দিয়ে কী হবে, তা বুঝতেই প্রথমে পারেননি পুন্টের ওয়েন ৷ ভেবেছিলেন মাসাজ শেষে হয়তো মিষ্টিমুখের জন্যই এই ব্যবস্থা !
advertisement
তবে রোমঞ্চের পর্দা উঠল একটু পরেই ৷ জো নিজের গোটা শরীরে ও ওয়েনের শরীরে লাগিয়ে দিলেন কাস্টার্ড ! আর শুরু হল দু’জনের মধ্যে রতিক্রিয়া ! পুরো ব্যাপারটায় অংশ নিলেও, মাসাজ পার্লার থেকে বেরিয়ে ওয়েন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে স্পষ্ট জানিয়েছেন, ‘আর কোনও দিন মাসাজ পার্লারে যাব না ৷ কাস্টার্ড দেখলেই ভয় করছে ! ’
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2017 7:54 PM IST