ট্রেনটির একটি কামরা লাইনচ্যুত হয়। কিন্তু বিপদ বাড়ে ট্রেনে আগুন ধরে যাওয়ায়। বুধবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা থাইল্যান্ডে। চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ে একটি কনস্ট্রাকশন ক্রেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক থেকে ২৩০ কিমি দূরে নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় ঘটেছে এই দুর্ঘটনা। ক্রেনের ধাক্কায় লাইন থেকে ছিটকে পড়ে যাত্রিবাহী ওই ট্রেন। তাতে আগুনও ধরে যায়। ঘটনায় কমপক্ষে মৃত ২২ এবং আহত ৩০ জন যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷
advertisement
দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। ট্রেনের ভিতরে কেউ আটকে রয়েছেন কি না তা দেখা হচ্ছে ভাল করে। ওই এলাকায় যাতায়াত এখনও স্বাভাবিক হয়নি, দ্রুত পরিস্থিতি ঠিক করা চেষ্টা চলছে।
(Photo: X/@prdthailand)
থাইল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, হাই-স্পিড রেল প্রকল্পে ব্যবহৃত ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে হঠাৎই। ভেঙে পড়ে ট্রেনের উপর। আগুন ইতিমধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদেরও পাঠানো হয়েছে হাসপাতালে।
