জানা গিয়েছে, ওই যুগল ৫৮ ঘণ্টা ৩৫ মিনিট ৫৮ সেকেন্ড চুম্বনরত অবস্থায় ছিল। এই সময়ে শৌচাগারে যাওয়া থেকে শুরু করে জুসের মাধ্যমে খাওয়া দাওয়া সবকিছু চুম্বনরত অবস্থাতেই করতে হয়েছিল। এমনকী, ওই দুই দিন রাতে ঘুমোনোর সময়েও চুম্বনরত অবস্থায় থাকতে হয়েছিল।
আয়োজকরা জানিয়েছিলেন, অনেক যুগল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই বাকিরা হাল ছেড়ে দেন। তবে ওই যুগল প্রায় দুই দিনের বেশি সময় ধরে চুম্বনরত অবস্থায় ছিল।
advertisement
আরও পড়ুন, আসছে বিদেশি 'অতিথিরা'! শীতে পর্যকদের ভিড় বাড়ছে চুপির চরে
জানা গিয়েছে, এই প্রতিযোগিতাটি ২০১৩ সালে হয়েছিল। থাইল্যান্ডে মাঝে মধ্যেই এমন প্রতিযোগিতা হয়ে থাকে। ওই দম্পতির এমন কীর্তিতে গিনেস বুকেও নাম তুলে দিয়েছেন। থাইল্যান্ডের পাটায়াতে এই প্রতিযোগিতা হয়েছিল।
আরও পড়ুন, খসে পড়ছে দেহের অংশ! ডোমজুড়ে হনুমানের গায়ে ঢেলে দেওয়া হল অ্যাসিড
প্রতিযোগিতায় প্রথম হওয়ায় ওই দম্পতি সেই সময়ে প্রায় আড়াই লাখ টাকা (ভারতীয় মুদ্রায়) পুরস্কার পেয়েছিলেন। তবে সেবারই প্রথম নয়, জানা গিয়েছে, এর আগেও ওই দম্পতি রেকর্ড করেছিলেন দীর্ঘ চুম্বনে। ২০১১ সালে টানা ৪৮ ঘণ্টা চুম্বনরত অবস্থায় থেকে রেকর্ড করেছিল।