ইরানে উত্তাল পরিস্থিতির মাঝে প্রবাসী ভারতীয়দের জন্য একটি নির্দেশিকা জারি করল ভারতের বিদেশ মন্ত্রক। বুধবার, বিদেশে থাকা ভারতীয়দের আপাতত ইরানে যেতে নিষেধ করা হয়েছে ওই নির্দেশিকায়। প্রসঙ্গত, ইরানে এই মুহূর্তে সরকার বিরোধী আন্দোলনে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ওই নির্দেশিকা অনুসারে, দেশের নাগরিকদের এই মুহূর্তে তেহরানে যেতে নিষেধ করা হয়েছে।
advertisement
এর আগে ইরানে বসবাসকারী ভারতীয় বা ভ্রমণের জন্য যাওয়া ভারতীয়দের দ্রুত সেই দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল বিদেশমন্ত্রক। এরপরেই বুধবার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনওভাবেই ইরানে যেতে নিষেধ করা হল বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। একটি বিবৃতিতে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় পড়ুয়া, তীর্থযাত্রী, ব্যবসায়ী, এবং ভ্রমণার্থীদের ওই অঞ্চল থেকে দ্রুত ছেড়ে চলে আসতে হবে।ইরানের পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে, আলি খামেইনি গণহত্যা শুরু করেছেন, যার ফলে আমেরিকা আক্রমণের হুমকি দিয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বেড়েছে, যার জেরে সমস্ত দেশ, তাদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে এই মুহূর্তে চরম উদ্বিগ্ন।
যার বিরুদ্ধে বিক্ষোভে ইরান জ্বলছে, দেশের সেই সর্বোচ্চ নেতা আলি খামেনেই অবশ্য অভিযোগ করেছেন, বিদেশি শক্তির স্বার্থেই দেশের ভিতরে এই ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু করা হয়েছে৷ খামেনেই বলেন, গত রাতে তেহরান এবং আরও কয়েকটি জায়গায় একদল উন্মত্ত জনতা এসে নিজেদের দেশের সম্পত্তি কয়েকটি ভবন ভাঙচুর, তছনছ করে৷ যাঁরা এই কাজ করেন তাঁরা আমেরিকার প্রেসিডেন্টের উপরে বেশি ভরসা করেন৷ এই দুর্বৃত্ত এবং ব্যক্তিবিশেষ যাঁরা দেশের পক্ষে ক্ষতিকারক তাঁদের সরিয়ে দিতে হবে৷ এদের একমাত্র কাজ ধ্বংস করা৷ ইরান সরকার প্রাণহানির কথা স্বীকার করে নিয়েছে৷ যদিও ইরান সরকারের দাবি, নিরাপত্তা বাহিনীর গুলিতে নয়, বিক্ষোভের জেরে ছড়িয়ে পড়া হিংসা এবং ভিড়ে মিশে থাকা সন্ত্রাসবাদীদের হাতেই মৃত্যু হয়েছে এই প্রতিবাদীদের৷
