এই প্রসঙ্গে টেক বিলিনিয়ার এলন মাস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রসঙ্গে রীতিমতো সমালোচনা করেছেন৷ শনিবারই মাস্ক তাঁর টুইটার হ্যান্ডেলে বলেছেন “আমি ট্রাম্পকে সম্পূর্ণ সমর্থন করছি৷ আশা করি খুব তাড়াতাড়ি তিনি ভাল হয়ে উঠবেন৷’’ অন্য আরও একটা পোস্টে তিনি লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের প্রধানকে এই ঘটনার জন্য পদত্যাগ করা উচিত৷
advertisement
ট্রাম্পের প্রচারকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে, ট্রাম্প এখন ভাল আছেন, সুস্থ হয়ে উঠছেন৷ তাঁদের পক্ষ থেকে একটা বিবৃতিও জারি করা হয়েছিল, “প্রেসিডেন্ট ট্রাম্প এই কাজের জন্য আইন প্রণেতাদের এবং যে নিরাপত্তারক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন।”
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এই মামলার নিন্দা করেছেন৷ তিনি বলেন, আমেরিকায় কোথাও এই ধরনের হিংসার কোনও স্থান নেই। এটা অসুস্থতার পরিচয়।”
আরও পড়ুন:মোদি-পুতিনের সাক্ষাৎ, প্রধানমন্ত্রীর রাশিয়া সফরে কোন কোন সুবিধা পাচ্ছে ভারত?
প্রত্যক্ষদর্শীরা অনেকেই জানিয়েছে, সমাবেশের ডানদিক থেকে গুলির চালানোর শব্দ শোনা যায়। তারপর সঙ্গে সঙ্গেই সিক্রেট সার্ভিস এজেন্টরা পোডিয়ামে ছুটে যান৷ আহত ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়৷
বিবিসিকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন সমাবেশের ডানদিকের সাদা বাড়ির ছাদে একজনকে বন্দুক হাতে নিয়ে উঠতে দেখা গিয়েছিল৷ জানা গিয়েছে ট্রাম্পের উপর হামলাকারী যুবকের নাম টমাস ম্যাথিউ ক্রুকস৷ বছর কুড়ির ওই যুবক ট্রাম্প ও রিপাবলিকান পার্টির ঘোষিত বিরোধী৷ নানা ভিডিওতে তাঁকে ট্রাম্পের সমালোচনা করতে দেখা গিয়েছে৷