TRENDING:

Dubai ruler in elevator: হঠাৎই দুবাইয়ের রাজার সঙ্গে দেখা লিফটে! তুললেন সেলফিও...ভারতীয় ব্যবসায়ী শেয়ার করলেন তাঁর অভিজ্ঞতা

Last Updated:

পারিবারিক ছুটি কাটাতে গিয়ে হোটেলের লিফটেই জীবনের সেরা চমকটা পেলেন হুরুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা! অভিজ্ঞতা ভাগ করলেন ইনস্টাগ্রামেও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবাই: পরিবারের সঙ্গে নির্ভেজাল ছুটি কাটাতে দুবাই গিয়েছিলেন ওয়েলথ রিসার্চ এজেন্সি হুরুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর আনস রহমান জুনেইদ। কিন্তু সেখানে গিয়েই পেলেন জীবনের সেরা চমকটা! হোটেলের লিফটেই দেখা পেয়ে গেলেন স্বয়ং দুবাইয়ের শাসকের!
হঠাৎই দুবাইয়ের রাজার সঙ্গে দেখা লিফটে! তুললেন সেলফিও...ভারতীয় ব্যবসায়ী শেয়ার করলেন তাঁর অভিজ্ঞতা (Image credit: @a.r.junaid/Instagram)
হঠাৎই দুবাইয়ের রাজার সঙ্গে দেখা লিফটে! তুললেন সেলফিও...ভারতীয় ব্যবসায়ী শেয়ার করলেন তাঁর অভিজ্ঞতা (Image credit: @a.r.junaid/Instagram)
advertisement

মুম্বইয়ের ওই উদ্যোগপতি সংবাদমাধ্যমের কাছে সেই সাক্ষাতের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তিনি জানান, দুবাইয়ের যে হোটেলে তাঁরা উঠেছিলেন, ওই হোটেলের ২২-তলা থেকে একেবারে গ্রাউন্ড ফ্লোরে নামার জন্য লিফটে উঠেছিলেন। সঙ্গে ছিল তাঁর পরিবারও। ২১-তলায় পৌঁছনোর পরে লিফটের দরজা খুলতেই চমক। সপার্ষদ হেঁটে এসে লিফটে উঠলেন স্বয়ং দুবাইয়ের রাজা শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুম।

advertisement

আরও পড়ুন– ৮৩ হাজার টাকার ঘড়ি নিয়ে বেপাত্তা ‘জিনি’! মানুষের মনে ভয় ধরাচ্ছে ডেলিভারি এজেন্টের এই কাণ্ড

কিছুক্ষণের জন্য সময় যেন থমকে গিয়েছিল! আনস বলে চলেন, “আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। তিনি লিফটে পা রাখেন এবং ভীষণই বন্ধুত্বপূর্ণ স্বভাবের। এমনকী তিনি আমার মেয়ের কাঁধেও হাত রাখেন। মনে হচ্ছিল যেন কত দিনের চেনা! মেয়ের সঙ্গে কথা বলার পরে তিনি আমাদের দিকে ফিরে জিজ্ঞাসা করেন যে, আমরা কোথা থেকে এসেছি! আর কী করি! এর পরেই অত্যন্ত বিনয়ের সঙ্গে ছবি তোলার জন্য সম্মতি দেন। এদিকে আমার ছেলে কোনও ছবিতে তেমন একটা হাসে না, তবে এই ছবিতে ওর মুখের চওড়া হাসিটা একবার দেখুন!”

advertisement

আরও পড়ুন– কাঁথি লোকসভা কেন্দ্রে প্রার্থী শুভেন্দু অধিকারী! মুখ খুললেন শুভেন্দু… কী বললেন?

এখানেই শেষ নয়, ইনস্টাগ্রামেও সেই সাক্ষাতের মুহূর্ত শেয়ার করেছেন আনস। দুবাইয়ের শাসকের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে লেখেন, “একেবারে মাটির মানুষ তিনি। অত্যন্ত আনন্দের সঙ্গেই তিনি আমাদের ছবি তোলার অনুমতি দিয়েছিলেন। সেই সঙ্গে মিশেলের সঙ্গেও বেশ খানিক গল্প করেছেন।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

মিশেল হল আনসের বছর দশেকের কন্যা। মা থানজিম এবং সাত বছরের ছোট্ট ভাই দানিয়ালের মতো মিশেলও দুবাইয়ের শাসককে দেখে প্রচণ্ড আনন্দিত হয়েছিল। আনসের কথায়, “দুবাইয়ের শাসক লিফট থেকে নামতেই আমরা রীতিমতো আনন্দে লাফিয়ে উঠেছিলাম। তখনও ঘোরের মধ্যে ছিলাম। কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে, অবশেষে আমরা তাঁর দেখা পেলাম। আর কথাও বললাম। আমার স্ত্রী তো লিফটে ছবিও তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, বিশ্বের মধ্যে তাঁর সবথেকে প্রিয় লিফট এটাই। আমরা এতটাই উচ্ছ্বসিত ছিলাম যে, আমাদের স্কুলের বন্ধু এবং পারিবারিক গ্রুপেও সেই ছবি শেয়ার করেছি!”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Dubai ruler in elevator: হঠাৎই দুবাইয়ের রাজার সঙ্গে দেখা লিফটে! তুললেন সেলফিও...ভারতীয় ব্যবসায়ী শেয়ার করলেন তাঁর অভিজ্ঞতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল