TRENDING:

Taiwan package from US: বিপুল মার্কিন সাহায্য সঙ্গে আবার যুদ্ধাস্ত্র পাচ্ছে তাইওয়ান, প্রবল ক্ষুব্ধ চিন

Last Updated:

Taiwan package from US: বেজিং-এর তরফে জানানো হয়েছে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ মনে করে চিন। এব্যাপারে হস্তক্ষেপ মেনে নেওয়া সম্ভব নয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তাইপেই: সৌজন্যে ওয়াশিংটন, জরুরি ভিত্তিতে আমেরিকার কাছ থেকে ৫০ কোটি ডলারের যুদ্ধাস্ত্র পেতে চলেছে তাইওয়ান। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী চিউ কুয়ো চেং জানিয়েছেন, ২০২৩ সালের মধ্যে এই যুদ্ধাস্ত্রের প্যাকেজ তাইওয়ানে চলে আসবে। প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, আমেরিকার প্রতিশ্রুতি অনুযায়ী যে যুদ্ধাস্ত্র তাঁদের পাওয়ার কথা তা পেতে কিছুটা দেরি হচ্ছে। তাই এই ৫০ কোটি ডলারের প্যাকেজ-এর মাধ্যামে তাইওয়ানকে জরুরি ভিত্তিতে অস্ত্র দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
advertisement

অবশ্য ওই প্যাকেজে কি ধরণের অস্ত্র থাকবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী। ২০২২ সালে দ্বীপরাষ্ট্রে মার্কিন রাজনীতিবিদ আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পর থেকেই যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তাইওয়ানের প্রতিরক্ষা বলয়ে বারবার প্রবেশ করছে চিনের যুদ্ধবিমান। এমনকি সে দেশের প্রতিরক্ষা বলয়ে ঢুকছে চিনের যুদ্ধজাহাজ। এই আবহে ফের আমেরিকা থেকে ৫০ কোটি ডলারের অস্ত্র পাচ্ছে তাইওয়ান।

advertisement

২০২২ সালের সেপ্টেম্বর মাসে ‘তাইওয়ান নীতি আইন’ ঘোষণা করে হোয়াইট হাউস। সেই আইন অনুযায়ী তাইইপেইকে দ্রুত সামরিক সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। জো বাইডেনের ঘোষিত ওই আইনের ভিত্তিতে পরবর্তী চার বছরে তাইওয়ানকে প্রায় ৪৫০ কোটি টাকার অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন।

আমেরিকার ওই  সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই ক্ষুব্ধ বেজিং তাইওয়ানের সুরক্ষা বলয়ের মধ্যে চিনের যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেয়। বেশ কয়েকদিন চলে ওই বিমান অভিযান। লালফৌজের বিমান হানার জবাবে পালটা নিজেদের যুদ্ধবিমান পাঠায় তাইওয়ান।

advertisement

আরও পড়ুন, কোথায় ঘূর্ণিঝড় মোকা! তীব্র গরমে পুড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, রইল আবহাওয়ার আপডেট

আরও পড়ুন, ঘুমের মধ্যে কেঁপে উঠল বাড়ি! কাকভোরে প্রবল ভূমিকম্প, আতঙ্কে রয়েছেন সকলে

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

কিন্ত সে চেষ্টাকে কোনও গুরুত্ব না দিয়ে দ্বীপরাষ্ট্রের প্রতিরক্ষা বলয়ে ঢুকে পড়ে চিনের যুদ্ধজাহাজ। বারবার বেজিং-এর তরফে জানানো হয়েছে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ মনে করে চিন। তাই এব্যাপারে কোনও দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। এই পরিস্থিতিতে আমেরিকার জরুরি ভিত্তিতে যুদ্ধাস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নতুন কোনও সংঘর্ষের আবহ তৈরি করে কি না সে দিকেই নজর রাখছে আন্তর্জাতিক দুনিয়া।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Taiwan package from US: বিপুল মার্কিন সাহায্য সঙ্গে আবার যুদ্ধাস্ত্র পাচ্ছে তাইওয়ান, প্রবল ক্ষুব্ধ চিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল