কিন্তু ললাট লিখন কে টলাতে পারে! ভয়ানক ভূমিকম্পে প্রাণ বাঁচাতে পারলেও মৃত্যু তাঁদের মধ্যে ৬ জনের। নতুন বাড়িতে পা রাখতেই বিপদ! বাড়িতে আগুন লেগে প্রাণ হারালেন পরিবারের প্রায় সকলে। কেবল একটি কন্যাশিশুকে জানলা দিয়ে বার করে বাঁচানো গিয়েছে।
আরও পড়ুন: নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এক-একটা শহর, মিলিয়ে গিয়েছে বাড়ি! কেন বারংবার কেঁপে ওঠে তুরস্ক?
advertisement
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভূমিকম্পের পর সেই পরিবারের সাত জনই দক্ষিণ-পূর্ব তুরস্কের শহর নুরদাগি থেকে কোনিয়ার কেন্দ্রীয় অঞ্চলে নতুন বাড়িতে ওঠে। তাঁদের পুরনো বাড়ি ভেঙে গিয়েছে ভূকম্পনে।
আরও পড়ুন: ডাচ ভূতত্ত্ববিদ ফ্রাঙ্ক হুগারবিটসের দেওয়া ভূমিকম্পের পূর্বাভাস সত্যি হল তুরস্ক, সিরিয়ার ক্ষেত্রে
স্থানীয় বাসিন্দা মুহসিন কাকির স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমরা আগুন দেখেছি কিন্তু আমরা কিছুই করতে পারিনি। জানলা দিয়ে কেবল একটি বাচ্চা মেয়েকে উদ্ধার করা হয়েছে।’’
আধিকারিক এবং চিকিৎসকরা জানিয়েছেন, তুরস্কে ৩৮,০৪৪ জন এবং সিরিয়ায় ৩,৬৮৮ জন ভূমিকম্পে প্রাণ হারিয়েছে। মোট সংখ্যা ৪১,৭৩২। এখনও চলছে উদ্ধারের কাজ।