TRENDING:

Syrian family Death: মর্মান্তিক! পরিণতি সেই মৃত্যুই, সিরিয়া ভূমিকম্পে প্রাণ বাঁচিয়ে নতুন বাড়িতে পা রেখেই সব শেষ!

Last Updated:

Syrian family Death: আধিকারিক এবং চিকিৎসকরা জানিয়েছেন, তুরস্কে ৩৮,০৪৪ জন এবং সিরিয়ায় ৩,৬৮৮ জন ভূমিকম্পে প্রাণ হারিয়েছে। মোট সংখ্যা ৪১,৭৩২। এখনও চলছে উদ্ধারের কাজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোনিয়া: চলতি মাসের শুরুতে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরী হয়ে উঠেছে তুরস্ক এবং সিরিয়ার বিভিন্ন অংশ। রিখটার স্কেলে ৭.৮ কম্পাঙ্কে কেঁপে ওঠে তুরস্ক-সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল। কিন্তু সেই দুর্যোগে প্রাণ বেঁচে গিয়েছিল সিরিয়ার এক পরিবার। মা, বাবা এবং ৫ সন্তান। চার থেকে ১৩ বছরের মধ্যে বয়স সেই শিশুদের। দুর্যোগের ঝড় এড়িয়েছে সেই সাত জনই।
সিরিয়ার ভূমিকম্প
সিরিয়ার ভূমিকম্প
advertisement

কিন্তু ললাট লিখন কে টলাতে পারে! ভয়ানক ভূমিকম্পে প্রাণ বাঁচাতে পারলেও মৃত্যু তাঁদের মধ্যে ৬ জনের। নতুন বাড়িতে পা রাখতেই বিপদ! বাড়িতে আগুন লেগে প্রাণ হারালেন পরিবারের প্রায় সকলে। কেবল একটি কন্যাশিশুকে জানলা দিয়ে বার করে বাঁচানো গিয়েছে।

আরও পড়ুন: নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এক-একটা শহর, মিলিয়ে গিয়েছে বাড়ি! কেন বারংবার কেঁপে ওঠে তুরস্ক?

advertisement

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভূমিকম্পের পর সেই পরিবারের সাত জনই দক্ষিণ-পূর্ব তুরস্কের শহর নুরদাগি থেকে কোনিয়ার কেন্দ্রীয় অঞ্চলে নতুন বাড়িতে ওঠে। তাঁদের পুরনো বাড়ি ভেঙে গিয়েছে ভূকম্পনে।

আরও পড়ুন: ডাচ ভূতত্ত্ববিদ ফ্রাঙ্ক হুগারবিটসের দেওয়া ভূমিকম্পের পূর্বাভাস সত্যি হল তুরস্ক, সিরিয়ার ক্ষেত্রে

স্থানীয় বাসিন্দা মুহসিন কাকির স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমরা আগুন দেখেছি কিন্তু আমরা কিছুই করতে পারিনি। জানলা দিয়ে কেবল একটি বাচ্চা মেয়েকে উদ্ধার করা হয়েছে।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আধিকারিক এবং চিকিৎসকরা জানিয়েছেন, তুরস্কে ৩৮,০৪৪ জন এবং সিরিয়ায় ৩,৬৮৮ জন ভূমিকম্পে প্রাণ হারিয়েছে। মোট সংখ্যা ৪১,৭৩২। এখনও চলছে উদ্ধারের কাজ।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Syrian family Death: মর্মান্তিক! পরিণতি সেই মৃত্যুই, সিরিয়া ভূমিকম্পে প্রাণ বাঁচিয়ে নতুন বাড়িতে পা রেখেই সব শেষ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল