কলকাতা: ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার পাচ্ছেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াগি। “রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস” সিদ্ধান্ত নিয়েছে ওই তিন বিজ্ঞানিকে নোবেল দেবে। মেটাল অর্গ্যানিক ফ্রেমওয়ার্ক নিয়ে গবেষণার জন্য তাঁদের নোবেল দেওয়া হচ্ছে।
নোবেল পুরস্কার পাওয়ায় ওই তিন বিজ্ঞানি পাচ্ছেন ১১ মিলিয়ন সুইডিশ ক্রাউন, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১০ কোটি টাকা, সেই সঙ্গে তাঁরা পাবেন নোবেল পদক। রসায়নবিদ কিতাগাওয়া, জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে হাইড্রোকার্বন রসায়নে পিএইচডি করেছেন, এর আগে হুমবোল্ট রিসার্চ পুরস্কার (২০০৮) এবং ডি জেনেস পুরস্কার জিতেছেন। বর্তমানে তিনি কিয়োটো বিশ্ববিদ্যালয়ে পড়ান।
advertisement
অন্য দিকে রবসন, ব্রিটেনে জন্মগ্রহণ করেন। পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রসায়ন নিয়ে পড়াশোনা করেন, বর্তমানে তিনি মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। অন্য আর এক রসায়নবিদ, ইয়াগি আম্মান যুক্তরাষ্ট্রের ইলিনয়েস আরবানা-শ্যাম্পেইন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
“তাদের গবেষণা সংক্রান্ত বিষয়ের মধ্যে রয়েছে মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ করতে, কার্বন ডাই অক্সাইড ধরতে, বিষাক্ত গ্যাস সংরক্ষণ করতে বা রাসায়নিক প্রতিক্রিয়া প্রভাবিত করতে ব্যবহার করা যেতে পারে,” জুরি তিন বিজয়ীর কাজ সম্পর্কে বিস্তারিতভাবে বলেছে। এক্স হ্যান্ডলের পোস্টে জানা গিয়েছে, “ওই তিন বিজ্ঞানীর গবেষণার বিষয় মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক মরুভূমির বাতাস থেকে জল সংগ্রহ করা, কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করা এবং বিষাক্ত গ্যাস সংরক্ষণ করতে ব্যবহার করা যেতে পারে“।