TRENDING:

Sunita Williams Return Video: প্যারাস্যুটে ভেসে নামছে সুনীতাদের ক্যাপসিউল, আর অভ্যর্থনা জানাচ্ছে ডলফিনরা! এ যেন সিনেমার সাজানো দৃশ্য, দেখুন নাসার সেই ভিডিও

Last Updated:

সুনীতাদের ক্যাপসিউল অবতরণের প্রতিটি মুহূর্তই ক্যামেরায় ধরে রেখেছে নাসা৷ একটি ভিডিয়োয় দেখা গিয়েছে দু’টি প্যারাস্যুটে ভর করে সুনীতাদের ক্যাপসিউল ফ্লোরিডার সমুদ্রে নামছে ধীরে ধীরে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমেরিকা: দীর্ঘ ৯ মাস৷ একটানা অপেক্ষা৷ কবে পৃথিবী থেকে কেউ আসবে আর তাঁকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজের বাড়ি ফিরতে পারবেন৷ কিন্তু, নানা প্রযুক্তিগত জটিলতায় ক্রমাগত পিছিয়ে যাচ্ছিল সেই ঘরে ফেরার দিন৷ অবশেষে ১৮ মার্চ হল অপেক্ষার অবসান৷ পৃথিবীর মাটিতে, থুড়ি সমুদ্রে নামল সুনীতা উইলিয়মসদের ক্যাপসিউল ৷ আর তাঁদের ক্যাপসুল পৃথিবীর জল ছুঁতেই তাঁদের অভ্যর্থনা জানাতে চলে হলে এক ঝাঁক ডলফিন৷ সেই সমস্ত মন ভাল করে দেওয়া মুহূর্ত ধরা পড়ল নাসার ক্যামেরায়৷
News18
News18
advertisement

মহাকাশ গবেষণাকেন্দ্র নাসা সূত্রের খবর, ভারতীয় সময় মঙ্গলবার সকাল ১০.৩৫ মিনিটে স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানটি আইএসএস থেকে আনডক করা হয়৷ সেই ‘ড্রাগন’ মহাকাশযানেই ছিলেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরক৷ তারপর একটানা ১৭ ঘণ্টার যাত্রা পৃথিবীতে অবতরণ করলেন সুনীতারা৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে যখন সুনীতাদের ক্যাপসিউল নামছে, তখন ঘড়িতে সময় বুধবার ভোর ৩.২৭ মিনিট৷

advertisement

আরও পড়ুন: অপেক্ষার অবসান ! ৯ মাস মহাকাশে থাকার পর পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস, দেখুন ভিডিও

advertisement

সুনীতাদের ক্যাপসিউল অবতরণের প্রতিটি মুহূর্তই ক্যামেরায় ধরে রেখেছে নাসা৷ একটি ভিডিয়োয় দেখা গিয়েছে দু’টি প্যারাস্যুটে ভর করে সুনীতাদের ক্যাপসিউল ফ্লোরিডার সমুদ্রে নামছে ধীরে ধীরে৷ আর তারপরের ভিডিয়োতেই দেখা যাচ্ছে, সেই ক্যাপসিউল জল স্পর্শ করার সাথে সাথে সেটির কাছে চলে আসছে এক ঝাঁক ডলফিন৷ যেন তারাও এই উৎসবে শামিল হয়ে সুনীতাদের পৃথিবীতে ফেরার পরে তাঁদের অভ্যর্থনা জানাচ্ছে৷

advertisement

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নয় মাসেরও বেশি সময়, গোটা ২৮৬ দিন আটকে ছিলেন নাসার ভারতীয় বংশোদ্ভূত নভোচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর।

advertisement

আরও পড়ুন: একমাত্র মোদির কথাই শুনেছিল পুতিন! বেঁচেছিল লক্ষ লক্ষ প্রাণ, ভূয়সী প্রশংসায় পোল্য়ান্ডের মন্ত্রী

বুধবার সুনীতাদের সঙ্গে নিয়ে পৃথিবীতে ফিরেছেন আরও দু’জন মহাকাশচারী নিক হেগ এবং রাশিয়ার আলেকজান্ডার গরবুনভ।

গত বছর জুন মাসে সুনীতারা মহাকাশের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন। কিন্তু, ৭ দিনের সেই ছোট্ট মহাকাশসফর বদলে যায় ৯ মাসের সফরে৷ প্রাথমিক ভাবে ২৭৮ দিন আন্তর্জাতিক মহাকাশ গবেষণাকেন্দ্রে থাকার কথা থাকলেও এলন মাস্কের স্পেস এক্সের সংস্থা সুনীতাদের ফিরিয়ে আনার মহাকাশযান ‘ড্রাগনে’র প্রযুক্তিগত সমস্যার কথা জানানোয় বার বার পিছিয়ে যাচ্ছিল ফেরার দিন৷ অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত৷

পৃথিবীতে অবতরণের আগে সুনীতাদের মহাকাশযান পৃথিবীকে মোট ৪,৫৭৬ বার প্রদক্ষিণ করেছে এবং ১২১ মিলিয়ন মাইল (১৯৫ মিলিয়ন কিলোমিটার) যাত্রাপথ সম্পূর্ণ করেছে।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Sunita Williams Return Video: প্যারাস্যুটে ভেসে নামছে সুনীতাদের ক্যাপসিউল, আর অভ্যর্থনা জানাচ্ছে ডলফিনরা! এ যেন সিনেমার সাজানো দৃশ্য, দেখুন নাসার সেই ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল