জানা গিয়েছে, ইস্তানবুল ব্যস্ত ইস্তিকলাল এলাকায় এই বিস্ফোরণ ঘটে৷ কেনাকাটার জন্য ইস্তানবুল এই এলাকাটি বিখ্যাত৷ দেশের প্রেসিডেন্ট সাংবাদিকদের সামনে বলেন, 'প্রাথমিক ভাবে যা মনে হচ্ছে, তাতে এটি জঙ্গি হামলারই ঘটনা৷'
advertisement
আরও পড়ুন: নেটমাধ্যমে জাল চাকরির টোপ, শাস্তিও মিলল হাতে-নাতে! ১১ লক্ষের বেশি জরিমানার নির্দেশ!
রবিবার বিকেলে তুরস্কের ওই এলাকায় বহু মানুষ ভিড় করেছিলেন৷ তখনই বিস্ফোরণে কেঁপে ওঠে জনবহুল ওই রাস্তা৷ বিস্ফোরণের পরই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ৷ আকাশপথে হেলিকপ্টারে শুরু হয় নজরদারি৷
আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ড মলদ্বীপে, আগুনে পুড়ে মৃত্যু ৯ ভারতীয়র
এক প্রত্যক্ষদর্শী সংবাদসংস্থা এএফপি-কে বলেন, 'বিস্ফোরণের সময় আমি ঘটনাস্থল থেকে ৫০-৫৫ গজ দূরে ছিলাম৷ হঠাৎ বিস্ফোরণে এলাকা কেঁপে ওঠে৷ দেখলাম তিন-চারজন মাটিতে পড়ে রয়েছে৷ মানুষ ভয় পেয়ে দৌড়াদৌড়ি শুরু করে৷ কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায়৷ এত জোরালো শব্দ হয়েছিল যে কোনও কিছুই শোনা যাচ্ছিল না৷' স্থানীয় সময় বিকেল চারটে নাগাদ এই বিস্ফোরণ ঘটে৷ ইস্তাকলালের এই রাস্তাটি কেনাকাটার জন্য স্থানীয় মানুষ এবং পর্যটকদের মধ্যে দারুণ জনপ্রিয়৷
২০১৫-১৬ সালে বড়সড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল ইস্তানবুল৷ সেই সময়ও ইস্তাকলালের এই এলাকায় হামলা চলেছিল৷ ওই ঘটনায় ৫০০ জনের মৃত্যু হয়, আহতের সংখ্যা ছিল ২০০০৷ সেবার হামলার দায় নিয়েছিল জঙ্গি গোষ্ঠী আইএস৷