TRENDING:

বালুচিস্তানে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩

Last Updated:

বালুচিস্তানে শনিবারের বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩ ৷ এদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু ৷ অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে জখমের সংখ্যাও ৷ রবিবার সকালে আহতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১০০ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: বালুচিস্তানে শনিবারের বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩ ৷ এদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু ৷ অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে জখমের সংখ্যাও ৷ রবিবার সকালে আহতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১০০ ৷ এদিন সন্ধেয় অশান্ত বালুচিস্তানের লাসবেলা জেলায় শাহ নোরানি মসজিদে মারাত্মক বিস্ফোরণ ঘটে ৷ ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট ৷
advertisement

সরকারি সূত্রে স্বীকার না করা হলেও সংবাদ সংস্থাগুলি জানাচ্ছে, মৃতের সংখ্যা ৬২ ছাড়িয়েছে ৷

শনিবার ফের বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের বালুচিস্তান ৷ লাসবেলা জেলার শাহ নোরানি দরগায় সুফি নাচ ‘ধামাল’ চলাকালীনই আকস্মিক বিস্ফোরণ ঘটে ৷ ওই উৎসব উপলক্ষে দরগায় সেসময় প্রচুর মানুষ উপস্থিত ছিলেন ৷ বিস্ফোরণস্থল খুঁটিয়ে দেখে তদন্তকারীদের অনুমান, জঙ্গিরা বিস্ফোরণের জন্য আত্মঘাতী বোমা ব্যবহার করেছে ৷

advertisement

বিস্ফোরণ ও বহু মানুষের হতাহতের কথা স্বীকার করে বিবৃতি দেন বালুচিস্তানের অভ্যন্তরীণমন্ত্রী সফররাজ বুগটি ৷ এধি ট্রাস্ট ফাউন্ডেশনের তরফ থেকে হাকিম লস্যি নামে এর উচ্চ পদস্থ আধিকারিক প্রথমে জানান, শিশু ও নারী মিলিয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে ৷ জখম অন্তত ১০০ জন ৷ পরে যদিও বেড়ে যায় মৃতের সংখ্যা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

করাচি থেকে ২৫০ কিমি দূরে উথাল পার্বত্য এলাকায় অবস্থিত লাসবেলার শাহ নোরানি দরগা ৷ প্রত্যন্ত এলাকায় অবস্থিত এই দরগায় বিস্ফোরণটি ঘটায় সাহায্য পৌঁছতে বেশ কিছুটা বিলম্ব হয় ৷ তাতে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ একইসঙ্গে দরগায় আসা মানুষদের অভিযোগ, প্রত্যন্ত স্থানে হলেও ওই মসজিদে অনেক মানুষের যাতায়াত ছিল ৷ ধামাল অনুষ্ঠান উপলক্ষে অনেক মানুষ জমা হলেও সেখানে কোনও অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসা পরিষেবার কোনওরকম ব্যবস্থা ছিল না ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
বালুচিস্তানে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩
Open in App
হোম
খবর
ফটো
লোকাল