TRENDING:

২২জন বাচ্চার মা! রান্না করতে করতেই দিন কাবার তরুণীর, ছবি দেখলেই বুঝবেন অবস্থা!

Last Updated:

Mother of 22 Children: ব্রিটেনের বাসিন্দা সু র‌্যাডফোর্ড৷ ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারে বাসিন্দা তিনি৷ ১ ডিসেম্বর তিনি ব্রেকফাস্টে ছবি পোস্ট করেছেন৷ এটা দেখেই সকলে অবাক! প্যানকেকের পাহাড় এবং চকলেট পেস্ট্রির স্তূপ ছিল টেবিলে। এ ছাড়া বড়দিনের প্রস্তুতিও নজরে আসল তাঁর বাড়িতে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন: মা হওয়ার অনুভূতি খুবই আনন্দদায়ক অনুভূতি। সন্তানের জন্মের পর একজন মহিলা বুঝতে পারেন সেই আবেগ যা তাঁর সারা জীবনের সঙ্গী হয়ে থাকে৷ সন্তান পালন থেকে শুরু করে সন্তানের প্রতি দায়িত্ব, মায়েদের কাছে কখনওই যেন সন্তানের বয়স বাড়ে না৷
advertisement

তবে এটাও ঠিক যে সন্তান লালন-পালন করা খুবই কঠিন কাজ। কিন্তু সেই পরিশ্রমও হাসি মুখে পালন করেন মা৷ এই অবস্থায় ২২ জন সন্তানকে নিয়ে প্রায় হিমসিম খাচ্ছেন এই তরুণী! ব্রিটেনের মহিলা সু র‌্যাডফোর্ডের কথা শুনলে আপনিও অবাক হবেন৷

আরও পড়ুন Jojo Mukherjee Son: ৪বছরে পা আদির, ছেলের জন্মদিনে জমিয়ে আনন্দ জোজোর! দেখুন ফোটো অ্যালবাম

advertisement

ব্রিটেনের বাসিন্দা সু র‌্যাডফোর্ড৷ ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারে বাসিন্দা তিনি৷ ১ ডিসেম্বর তিনি ব্রেকফাস্টে ছবি পোস্ট করেছেন৷ এটা দেখেই সকলে অবাক! প্যানকেকের পাহাড় এবং চকলেট পেস্ট্রির স্তূপ ছিল টেবিলে। এ ছাড়া বড়দিনের প্রস্তুতিও নজরে আসল তাঁর বাড়িতে৷

আরও পড়ুন Sourav-Dona Video: সৌরভ-ডোনার একই মঞ্চে নাচ, এমন ভিডিও সবসময় দেখা যায় না! দেখুন

advertisement

১৯৮৯ সালে সু তাঁর স্বামী নোয়েলের সঙ্গে তাঁদের প্রথম সন্তানের জন্ম দেন৷ এরপর ২০২০ সালের এপ্রিলে তাঁর কনিষ্ঠ কন্যার জন্ম হয়। তাঁদের আরও ২০টি সন্তান রয়েছে। ২০১৪ সালের জুলাই মাসে সতেরোতম সন্তানকে হারিয়েছিল। সু তাঁর পরিবারের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। কিন্তু কিছু সময়ের জন্য সেটা বন্ধ থাকলেও আবার ১ ডিসেম্বর থেকে নিজের ব্যক্তিগত জীবের ছবি শেয়ার করা শুরু করেন সু?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্যু এখন বড়দিনের প্রস্তুতিতে ব্যস্ত। ইতিমধ্যে তিনি তাঁর পরিবার সম্পর্কে কয়েকবার মানুষকে জানিয়েছেন। এক মাসে কত খাবার লাগে এই পরিবারের? রেশন বাবদ লাখ লাখ টাকা খরচ করে এই পরিবার। এ ছাড়া গৃহস্থালির কাজ করতে গিয়ে সু কোনও অবসর সময় পান না। নিজের বাড়ির ছবি অনেকবার শেয়ার করেছেন মানুষের সঙ্গে। কিছুদিন আগে সুয়ের বড় মেয়ের সন্তান হয়েছে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
২২জন বাচ্চার মা! রান্না করতে করতেই দিন কাবার তরুণীর, ছবি দেখলেই বুঝবেন অবস্থা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল