বহাওয়ালপুর থেকে ফয়সলাবাদ যাওয়ার জন্য M4 মোটরওয়ের রাস্তা নির্মাণের কাজ চলছিল ৷ এই রাস্তা নির্মাণের দায়িত্ব রয়েছেন চিনা ইঞ্জিনিয়াররা ৷ আর তাদের নিরাপত্তার জন্য কয়েকজন পাক পুলিশকে নিয়োগ করেছে রাস্তা নির্মাণকারী সংস্থাটি ৷ ইঞ্জিনিয়ারদের নিরাপত্তার কথা ভেবেই পুলিশদের নিয়োগ করা হয়েছে ৷ পাশাপাশি সংস্থাটির নির্দেশে নিরাপত্তারক্ষী ছাড়া ওই নির্মাণ এলাকা থেকে কোনও ইঞ্জিনিয়ারের বেরোনো একেবারে নিষেধ ৷ আর এতেই বিরোধ বাঁধে ৷
advertisement
সম্প্রতি বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে ৷ সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, নিষিদ্ধ পল্লি যাওয়ার জন্য রীতিমত কাকুতি মিনতি করছেন ইঞ্জিনিয়াররা ৷ কিন্তু কাজ না হওয়ায় ওই পুলিশদের রীতিমত হুমকি দিচ্ছেন তারা ৷ এমনকী, তাদের ক্যাম্পের ইলেক্ট্রিসিটিও কেটে দেন তারা ৷ নিজেদের দাবিতে তারা এখনও সরব রয়েছেন ৷ সেই দাবিতে তারা বন্ধ করে দিয়েছে রাস্তার কাজও ৷
কিন্তু পাক পুলিশ কর্মীরা সাফ জানিয়ে দিয়েছেন, উপরমহল থেকে অনুমতি না মিললে এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া তারা ওই পুলিশ ক্যাম্প থেকে বেরোতে পারবেন না ৷
তবে, ইঞ্জিনিয়াররাও তাদের দাবিতে অনড় ৷ সমস্যার সমাধানের জন্য পঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের কাছেও একটি চিঠি লেখেন তারা ৷