TRENDING:

Nuclear Missile: ইউক্রেন নয়, স্কটল্যান্ডের রাস্তার এক দৃশ্যেই শুরু পরমাণু যুদ্ধের আশঙ্কা! কেন?

Last Updated:

Nuclear Missile: আলোচনার পথ যখন প্রশস্ত হয়েছে, তখন নিউকওয়াচ নামে ওই পরমাণু অস্ত্রবিরোধী সংস্থাটির দাবি, দক্ষিণ গ্লাসগো সিটি সেন্টারের কাছে থাকা ওই চারটি ট্রাকের মধ্যে তিনটিতে পারমাণবিক অস্ত্র আছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গ্লাসগো: এবার কি রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে শুরু হতে চলেছে পরমাণু যুদ্ধ? অন্তত নেটো-র একটি পদক্ষেপ সেই আশঙ্কাই উসকে দিচ্ছে। কারণ স্কটল্যান্ডের বৃহত্তম শহর গ্লাসগোর রাস্তায় একটি ট্রাকের কনভয়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি উঠেছে। এই দাবি করেছে নিউকওয়াচ নামে একটি পরমাণু অস্ত্রবিরোধী সংস্থা। তাঁদের দাবি, ওই কনভয়ের চারটি ট্রাকে ছিল পরমাণু অস্ত্র। এরই মধ্যে রাশিয়াকে হুঁশিয়ারিও দিয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন জেলেনস্কি। কিন্তু সেই আলোচনায় কাজ না হলে আরও একটা বিশ্বযুদ্ধ শুরু হবে, এমনই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
এই সেই কনভয়
এই সেই কনভয়
advertisement

যদিও আলোচনার পথ যখন প্রশস্ত হয়েছে, তখন নিউকওয়াচ নামে ওই পরমাণু অস্ত্রবিরোধী সংস্থাটির দাবি, দক্ষিণ গ্লাসগো সিটি সেন্টারের কাছে থাকা ওই চারটি ট্রাকের মধ্যে তিনটিতে পারমাণবিক অস্ত্র আছে। তাঁদের ধারণা, এই অস্ত্রগুলি নিয়ে যাওয়া হচ্ছে লোচ লং-এ রয়্যাল নৌবাহিনীর কাছে। এদিকে, গত শনিবারই রাশিয়া প্রথমবারের মতো কিনঝল সিস্টেম থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্রগুলি পশ্চিম ইউক্রেনের একটি ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডার ধ্বংস করতে ব্যবহার করা হয়েছিল বলে সূত্রের খবর।

advertisement

আরও পড়ুন: আজই তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় অশনি, সরাসরি না হলেও বাংলাতেও বড় প্রভাব! কী হতে চলেছে?

এই পরিস্থিতিতে নেটোর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টও। তিনি বলেন, ''ইউক্রেন যদি নেটো-র সদস্য হত, তবে এই যুদ্ধ শুরুই হত না। আমার অনুরোধ নেটো যদি আমাদের সাহায্য করতে চায়, তবে তা যেন এখনই করে। প্রতিদিন দেশে মানুষ মারা যাচ্ছে, যা ব্যবস্থা নেওয়ার এখনই নিতে হবে।''

advertisement

আরও পড়ুন: 'কেন্দ্রের টাকার পার্টির প্রচার, ব্যবহৃত বাচ্চারা!' ফুঁসে উঠলেন দিলীপ ঘোষ! কোথায় উড়ে গেলেন?

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আর এরই মধ্যে গ্লাসগোর পারমাণবিক ক্ষেপণাস্ত্র সহ ট্রাকের কনভয়ের দাবিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। প্রসঙ্গত, এই রাস্তাতেই ২০২১ সালের মে মাসে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী ট্রাক যেতে দেখেছিল নিউকওয়াচ নামক সংস্থাটি। কিন্তু এখন যুদ্ধের পরিস্থিতিতে পরমাণু অস্ত্র পরিবহণ করা হলে তা তো রীতিমতো চিন্তার বিষয়ই।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Nuclear Missile: ইউক্রেন নয়, স্কটল্যান্ডের রাস্তার এক দৃশ্যেই শুরু পরমাণু যুদ্ধের আশঙ্কা! কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল