প্রতিবছরই আটলান্টিক সাগরের বায়ু সাহারা মরুভূমির ধুলো তুলে ঝড় আকারে আছড়ে পড়ে আমেরিকার উপকূলে। কিন্তু এবারে সেই ঝড়ের আকার যেন ভয়ানক। আবহাওয়াবিদেরা বলছেন, গত ৫০ বছরে এত বড় ঝড় আসেনি যা এবারে আসছে। ধুলোয় অনেক বেশি ঘন এবারের ঝড়। জামাইকার ব্লু মাউন্টেন, যা স্পষ্ট কিংস্টোন থেকে স্পষ্ট দেখা যায়, তা ঢেকে গিয়েছে ধুলোর ঝড়ে। ক্রমাগত কাশি, ও নিঃশ্বাসের কষ্ট সঙ্গী করে কিংস্টোনের বাসিন্দা স্যারে থমাস জানিয়েছে, ‘আমার তিরিশ বছর বয়স। কোনওদিন এমন পরিস্থিতি দেখিনি’।
advertisement
নাসা জানিয়েছে, এই ধুলোর ঝড় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ হয়ে হিসপানিয়োলা, জামাইকা, পুয়েত্রারিকো, পূর্ব কিউবা হয়ে একেবারে পশ্চিম ও মধ্য আমেরিকা পর্যন্ত চলে যেতে পারে। এই ক’দিন তাই এই সব অঞ্চলের মানুষকে বাড়ির বাইরে আসতে নিষেধ করেছেন আবহওয়াবিদরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 24, 2020 2:07 PM IST