TRENDING:

তেলাপিয়া মাছের ছাল দিয়ে তৈরি হল তরুণীর যৌনাঙ্গ

Last Updated:

তেলাপিয়া মাছের ছাল দিয়ে তৈরি হল তরুণীর যৌনাঙ্গ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ব্রাজিল: ব্রাজিলিয়ান তরুণী জুসিলেনা মারিনহো। আর পাঁচটা মহিলার মতো তাঁকে দেখতে, তাঁর স্বভাব, হাব-ভাব হলেও, জন্ম থেকেই জুসিলেনার যৌনাঙ্গ ছিল না। বড় হয়ে তিনি বহু চিকিৎসকের দ্বারস্থ হন। কিন্তু কোনও সমাধানই মিলছিল না! নতুন জীবন পেলেন জুসিলেনা। তেলাপিয়া মাছের ছাল দিয়ে তৈরি হল তরুণীর গোপনাঙ্গ।
advertisement

নিউ ইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, তেলাপিয়া মাছের ছাল পরিশ্রুত করে বিশেষ প্রক্রিয়ায় ওই তরুণীর দেহে প্রতিস্থাপন করা হয়। তারপর ছালটিকে টিস্যুতে পরিবর্তণ করে, একটি জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তৈরি হয় যৌনাঙ্গ।

ব্রাজিলের সিয়েরা ফেডারেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকের একটি টিম এই অস্ত্রোপচারটি করেছেন। এখন সম্পূর্ন সুস্থ আছেন জুসিলেনা। অস্ত্রোপচারের তিন মাস পর ফিরে পেয়েছেন স্বাভাবিক যৌনজীবনও। ব্রাজিলের ওই চিকিৎসক টিম জানিয়েছেন, ''বিশ্বে এই প্রথম এই ধরনের জটিল অস্ত্রোপচার সফল হল।''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও পড়ুন-OMG!রোজ ডিম পাড়ে এই কিশোর, ঘটনার সাক্ষী চিকিৎসকরাও

বাংলা খবর/ খবর/বিদেশ/
তেলাপিয়া মাছের ছাল দিয়ে তৈরি হল তরুণীর যৌনাঙ্গ