OMG!রোজ ডিম পাড়ে এই কিশোর, ঘটনার সাক্ষী চিকিৎসকরাও

Last Updated:
#জাকার্তা: ডিম থেকে বাচ্চা ফোটাতে বিজ্ঞানী টমাস আলভা এডিসন নাকি ছেলেবেলায় ডিমে ‘তা’দিয়েছিলেন ৷ তবে ব্যর্থ হয়েছিলেন তিনি ৷ মানুষের তায়ে কী ডিম থেকে বাচ্চা হয়! তবে এমন এক তাজ্জব ঘটনা সামনে এসেছে, যা শুনে তাজ্জব বনে যাবেন আপনিও ৷
গত দু’বছর ধরে ২০টি আস্ত ডিমই পেড়েছে এক কিশোর! বিশ্বাস হচ্ছে না? প্রথমে এমন খবর বিশ্বাস করেননি চিকিৎসকরাও। কিন্তু তাঁদের সামনেই ২টি ডিম পেড়েছে অবাক করে দিয়েছে কিশোরটি। এমন ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়।
ডেইলি মেল-এ প্রকাশিত একটি খবর থেকে জানা যাচ্ছে, ইন্দোনেশিয়ার গোয়া গ্রামের বাসিন্দা কিশোর আকমল ২০১৬ সালে থেকে এ পর্যন্ত ২০টি ডিম পেড়েছে। এ কারণে প্রায়ই তাকে হাসপাতালে ভর্তি হতে হয়।
advertisement
advertisement
আকমলের বাবা বাবা রুসলি বলছেন, ‘‘তাঁর ছেলে যেসব ডিম পাড়ছে সেগুলো ভাঙার পর দেখা যাচ্ছে সেগুলো হয়তো পুরোটাই কুসুম, নয়তো পুরোটাই ডিমের সাদা অংশ।’’
4976949900000578-5420483-A_teenage_boy_has_claimed_to_have_laid_20_eggs_over_the_past_two-a-56_1519269527613
এখন ‘সায়েচ ইউসুফ সুংগুমিনাসা’ হাসপাতালে চিকিৎসা চলছে আকমলের। এ দিকে এ ঘটনায় চিকিৎসকরা রীতিমতো অবাক। এক্সরে করে তার পেটের ভেতরে দুটি মুরগির ডিমের মতো বস্তুও খুঁজে পেয়েছে তারা। পরে পায়ু পথে সেই ডিমগুলো বের করে আনা হয়েছে ৷
advertisement
হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ তাসলিম একটি বিখ্যাত সংবাদ মাধ্যমকে জানিয়েছন, তাঁদের সন্দেহ আকমলের পায়ুপথ দিয়ে ডিমগুলো ইচ্ছাকৃতভাবে প্রবেশ করানো হয়েছে। তবে তাঁরা পায়ুপথ দিয়ে ডিম প্রবেশ করানোর মতো কোনও লক্ষণ খুঁজে পাননি ৷ বৈজ্ঞানিকভাবে মানুষের দেহের ভেতরে মুরগির ডিম সৃষ্টি হতে পারে না। মানুষের হজম প্রক্রিয়া বিবেচনায় এ অসম্ভব।
তবে আকমলের বাবা বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ছেলের শরীরে ডিম ঢোকানোর ঘটনা ঘটেনি। আর কেনই বা তারা এটা করতে যাবেন?
advertisement
ঘটনা যাই হোক, আজমলকে নিয়ে পুরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তাঁকে নিয়ে ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
OMG!রোজ ডিম পাড়ে এই কিশোর, ঘটনার সাক্ষী চিকিৎসকরাও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement