সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক যাত্রী তাঁর মোবাইলে যে ভিডিও শ্যুট করেছেন, সেখানে ঠিক এই ঘটনাটিই ফুটে উঠেছে৷ বিশেষজ্ঞরা বলছেন এটি কোনও ভাবেই ড্রোন বা পাখি নয়, তাহলে কি UFO! নিউজ 18 বাংলা এই ভিডিও-র সত্যতা যাচাই করে দেখেনি৷ একটি ভাইরাল ভিডিও-র ভিত্তিতেই এই প্রতিবেদন৷
https://youtu.be/Z7RtbL_aUPg
গত ১৭ জানুয়ারির ঘটনা এটি৷ বিমানটি সুইজারল্যান্ডের জুরিক বিমানবন্দরে অবতরণ করার আগের মুহূর্তে ভিডিওটি রেকর্ড করা হয়৷ যিনি এই ঘটনা চাক্ষুস করার পরে বিমানের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন৷ যদিও পাইলট সুরক্ষাবিধি মেনে সকল যাত্রীকে শান্ত থাকার অনুরোধ করেন৷ কিছুদিন আগে হাওয়াই দ্বীপের ওয়াহুর ওপর একটি নীল বস্তুকে রাতের আকাশে চক্কর কাটতে দেখা গিয়েছিল,পরে সেটি সমুদ্রে অদৃশ্য হয়ে যায়৷
advertisement
Unidentified flying object (UFO) নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরেই চলে আসছে৷ কেউ এর অস্তিত্ব স্বীকার করেন, কেউ বা উড়িয়ে দেন৷ দেখতে গেলে ভিন গ্রহের এই মহাকাশযান নিয়ে আলোচনা প্রায় অন্তহীন৷