নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের বহিষ্কৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতার একটি ভিডিও শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেছেন৷ বক্তৃতাটি হাসিনা ভারতের রাজধানী দিল্লি থেকে ২০২৫ সালের ২০ মার্চ বাংলাদেশবাসীদের উদ্দেশ্যে দিয়েছেন। বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিও ২০২৪ সালের জুলাই মাসে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনার দেওয়া বক্তব্য থেকে সম্পাদনা করে তৈরি করা হয়েছে।
advertisement
৫ অগাস্ট, ২০২৪-এ বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসার পরেই ওই দেশে আওয়ামী লীগ সরকারের অবসান হয়। এরপর, ডঃ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ করে বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার যা পরবর্তী নির্বাচন পর্যন্ত সরকারি কার্যনির্বাহ করবে। ৩ মিনিট ৩৭ সেকেন্ডের ভাইরাল ভিডিওয় শেখ হাসিনাকে বাংলাদেশে কোটা আন্দোলন ও আন্দোলনে নিহতদের বিষয়ে কথা বলতে শোনা যায়। হাসিনার দুই পাশে ভারতের জাতীয় পতাকা এবং ভিডিওর নীচে “দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে যা বললেন শেখ হাসিনা!” লেখাটি দেখা যায়। এক ফেসবুক ইউজার ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি করেন, “২০/৩/২০২৫৷ জাতির উদ্দেশ্যে ভাষণ——–প্রথম বারের মতো ভারত থেকে সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন———মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল …”
আরও পড়ুনBande Bharat Express: বন্দে ভারত ট্রেনে চড়তে খরচ মাত্র মাত্র ১০০ টাকা! সঙ্গে মিলবে মুখরোচক খাবার
তথ্য যাচাই করে বুম ভাইরাল দাবির সত্যতা যাচাই করতে প্রথমে গুগলে শেখ হাসিনার ভারত থেকে দেওয়া ভাষণ সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে। তবে, আমরা এবিষয়ে এমন কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাইনি যা ভাইরাল দাবিকে সমর্থন করে। এরপর, আমরা ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে বাংলাদেশ প্রতিদিনের ৩১ জুলাই, ২০২৪ তারিখের একটি প্রতিবেদনে ভাইরাল ভিডিওর অনুরূপ দৃশ্যের একটি ছবি দেখতে পাই।
ওই প্রতিবেদনে ছবির বর্ণনা হিসাবে দেওয়া ছিল, “রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।” এর থেকে ইঙ্গিত নিয়ে, আমরা ইউটিউবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তৃতার সরাসরি সম্প্রচার খুঁজে পাই। আমরা লক্ষ্য করি এই ভিডিওয় হাসিনার পোশাক এবং পটভূমি ভাইরাল ক্লিপের সঙ্গে মিলে যায়। ৩১ জুলাই, ২০২৪-এ এনটিভি নিউজে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীর ভাষণের সরাসরি সম্প্রচারের ২০:১৫ মিনিট থেকে ২৫:৩০ মিনিটের বক্তব্যের মধ্যে ভাইরাল অংশগুলি শোনা যায়।
আমরা দেখি ভাইরাল দাবিটি করার জন্য সম্পাদনা করে হাসিনার বক্তব্যের কিছু বিশেষ অংশ নেওয়া হয়েছে, দর্শকদের কিছু দৃশ্য বাদ দেওয়া হয়েছে এবং তার দুই পাশে ভারতের জাতীয় পতাকাও সম্পাদনার মাধ্যমে যুক্ত করা হয়েছে।
Attribution: This story was originally published at Boom
Original Link: https://bangla.boomlive.in/fact-check/old-sheikh-hasina-speech-video-july-2024-bangladesh-delhi-false-claim-viral-video-fact-check-28119
Republished by News18 Bangla.com as part of the Shakti Collective