সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ভ্যাকসিন-এর চাহিদা সারা বিশ্বে তুঙ্গে। তবে স্থানীয় স্তরে চাহিদা পূরণের জন্য আপাতত এই ভ্যাকসিন অন্য দেশে পাঠানোর ব্যাপারে স্থগিতাদেশ জারি করেছে ভারত সরকার। যার ফলে বিশ্বের অনেক দেশ সমস্যায় পড়েছে। করোনা রোধে এই ভ্যাকসিন কার্যকর বলে প্রমাণিত। ফলে সেইসব দেশ ভারতের ভ্যাকসিন হাতে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে। বিশেষ করে আফ্রিকার দেশগুলির অবস্থা সব থেকে উদ্বেগজনক। আফ্রিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেশন জানিয়েছে, চলতি বছর শেষ হওয়ার আগে তারা ৩০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ভারত সরকার টিকা পাঠানোর স্থগিতাদেশ জারি করায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে না। ফলে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা থেকে যাচ্ছে।
advertisement
আফ্রিকার দেশগুলিতে এখনও পর্যন্ত ৪ লাখ করোনা আক্রান্ত মানুষের খোঁজ পাওয়া গিয়েছে। অনেকেই উপসর্গহীন বলেও মনে করা হচ্ছে। প্রায় এক লাখ ১২ হাজার মানুষ ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন। আফ্রিকায় ২০২২ সাল পর্যন্ত টিকাকরণের পরিকল্পনা করেছে সেখানকার প্রশাসন। তবে ভারত সরকার আগামী তিন মাসের মধ্যে টিকা না পাঠালে আফ্রিকায় কোভিড পরিস্থিতি উদ্বেগজনক হবে বলে মনে করছে প্রশাসন।