TRENDING:

US School Shooting: আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হামলা! ১৪ বছরের ছাত্রের হামলায় গুলিবিদ্ধ ৪ পড়ুয়া

Last Updated:

বন্ধ দরজার বাইরে থেকে ওই বন্দুকবাজ বেশ কয়েকবার তাদের ক্লাসরুমে ধাক্কা মারে বলেও জানিয়েছে ওই ছাত্র৷ পরে অবশ্য পুলিশ ওই স্কুলেরই ১৪ বছরের ছাত্র কোল্ট গ্রে’কে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে৷ কোল্ট AR-15 স্টাইল রাইফেল নিয়ে এই গুলি চালিয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে৷ কেন সে এই কাণ্ড ঘটাল তা অবশ্য স্পষ্ট করেনি পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমেরিকা: আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা৷ ঘটনায় স্কুলের ৪ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে অমর্থিত সূত্রের খবর৷ যদিও প্রশাসনিক ভাবে মৃতের সংখ্যা জানানো হয়নি৷ এছাড়াও, এদিনের এই হামলায় ১২ জনের বেশি ছাত্রছাত্রী আহত হয়েছে বলে জানা গিয়েছে৷ তবে এদের সকলেরই যে গুলি লেগেছে এমনটা নয়, অনেকে হুড়মুড়িয়ে পালাতে গিয়েও গুরুতর আহত হয়েছে৷
advertisement

জর্জিয়ার উইন্ডারের অ্যাপালাচি হাইস্কুলের বছর সতেরোর সার্গিও কালডেরা নামের এক ছাত্র জানিয়েছে, ঘটনার সময় তাদের কেমিস্ট্রি ক্লাস চলছিল৷ হঠাৎই বাইরে তারা গুলির আওয়াজ পায়৷ তাদের টিচার ক্লাসরুমের দরজা খুলে করিডরে তাকাতেই দেখতে পান অন্য একজন শিক্ষক ছুটতে ছুটতে এসে বলছেন দরজা বন্ধ করো, একজন বন্দুক নিয়ে ঘুরছে৷

আরও পড়ুন: ‘ আরজি কর আমার এক মেয়েকে কেড়েছে, কিন্তু লাখ-লাখ ছেলে-মেয়ে এনে দিয়েছে’

advertisement

বন্ধ দরজার বাইরে থেকে ওই বন্দুকবাজ বেশ কয়েকবার তাদের ক্লাসরুমে ধাক্কা মারে বলেও জানিয়েছে ওই ছাত্র৷ পরে অবশ্য পুলিশ ওই স্কুলেরই ১৪ বছরের ছাত্র কোল্ট গ্রে’কে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে৷ কোল্ট AR-15 স্টাইল রাইফেল নিয়ে এই গুলি চালিয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে৷ কেন সে এই কাণ্ড ঘটাল তা অবশ্য স্পষ্ট করেনি পুলিশ৷

advertisement

আরও পড়ুন: এবার নেতাজির পথে আন্দোলনের ডাক শুভেন্দুর, কোন পদ্ধতি পরিবর্তনের পক্ষে সওয়াল বিরোধী দলনেতার?

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি বলেন, ‘‘জর্জিয়ার উইন্ডারের স্কুলের ঘটনায় নিহত ও তাঁদের প্রিয়দের পরিবারের প্রতি আমার সমবেদনা৷ ওই ঘৃণ্য-অসুস্থ বেপরোয়া রাক্ষস আমাদের কাছ থেকে এই ফুলের মতো পড়ুয়াদের অকালে কেড়ে নিল৷’’

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
US School Shooting: আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হামলা! ১৪ বছরের ছাত্রের হামলায় গুলিবিদ্ধ ৪ পড়ুয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল