ঐতিহাসিক এই প্রকল্পের রূপায়িত করার জন্য বেছে নেওয়া হয়েছে অভিযাত্রী রায়ানা বারনাউইকে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে দশ দিন থাকবেন তিনি। তবে তিনি একা নন। তাঁর সঙ্গে থাকবেন আরও এক সৌদি মহাকাশচারী আলি আল-করনি। ঠিক কবে থেকে এই অভিযান শুরু হবে, সেই নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে চলতি বছরের দ্বিতীয় ভাগে শুরু হতে পারে।
advertisement
আরও পড়ুন : বিস্ময়কর! গত ৬০ বছরে একবারও এই কাজটি করেননি এই বৃদ্ধ! তার পরও দিব্যি সুস্থ, সবল
এই অভিযানের উদ্যোক্তা আন্তর্জাতিক সংস্থা 'অ্যাক্সিয়াম স্পেস'। তাদের পাশে থাকছে সৌদি আরবের একাধিক প্রশাসনিক বিভাগ। মহাকাশ অভিযাত্রী রায়ানা এবং আলিকে মহাকাশযানে পৌঁছে দেওয়া হবে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে। তাঁরা দু’জন ছাড়াও সেখানে থাকতে পারেন পেগি হুইটসন। নাসার প্রাক্তন এই মহাকাশচারীর এটা চতুর্থ মহাকাশ অভিযান হতে চলেছে। পাশাপাশি মহাকাশযানের চালকের আসনে থাকবেন জফ শফনার।