TRENDING:

Covid 19: শুনশান সাংহাইয়ের রাস্তা! করোনা আতঙ্ক তীব্র হচ্ছে চিনে, নিষিদ্ধ রাস্তায় হাঁটাও

Last Updated:

Covid in China: সাংহাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ছোট রাস্তা, গ্যারাজ বা বড় কোনও বাড়ির হলওয়েতেও সাধারণ মানুষের গতিবিধি নিয়ন্ত্রণে রাখতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একটি শহরেই করোনা আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ হাজা ছুঁইছুঁই। বাধ্য হয়ে আরও কড়া লকডাউনের পথে হাঁটছে চিন। চিনের সাংহাই শহরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪৭৭। বাধ্য হয়েই কড়া লকডাউনের পথে হাঁটছে প্রশাসন। সাম্প্রতিক যে লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, বাড়ির বাইরে যাওয়াও সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ। এমনকী পোষ্যকে নিয়ে স্থানীয় কোন রাস্তায় হাঁটার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুডং জেলা মূল চিনের একটি অর্থনৈতিক প্রাণকেন্দ্র। এই অংশেই রয়েছে সাংহাই স্ট্রক এক্সচেঞ্জ ও বিভিন্ন শিল্পপতিদের বাড়ি। সেখানেই কড়া লাকডাউন শুরু হওয়ায় থমকে গিয়েছে অর্থনৈতিক কার্যকলাপ।
Image: Reuters
Image: Reuters
advertisement

সাংহাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ছোট রাস্তা, গ্যারাজ বা বড় কোনও বাড়ির হলওয়েতেও সাধারণ মানুষের গতিবিধি নিয়ন্ত্রণে রাখতে হবে। যাতে করোনা ছড়িয়ে না পড়তে পারে। দুটি ধাপে চিনা অর্থনৈতিক কেন্দ্রকে লকডাউনের আওতায় নিয়ে এসেছে প্রসাসন। প্রাথমিক ভাবে একটি অর্ধে চারদিনের জন্য লকডাউন করা হচ্ছে, অন্য অর্ধে সেটি বাকি তিনদিন। চিনা প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, গোটা শহরকেই কড়া লকডাউনের আওতায় নিয়ে আসার প্রস্তুতি হিসাবে এটি করা হচ্ছে। যদিও এই অংশে হওয়া করোনা বিপুল সংক্রমণ এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেই মনে করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: কোন পথে বিজেপি-র বিরুদ্ধে লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে পড়ল শোরগোল

এর আগে, যখন নতুন করে করোনা সংক্রমণ শুরু হয়, তখন সামান্য কিছু বিধিনিষেধ থাকলেও সাধারণ মানুষের বাড়ির বাইরে যাওয়ার বিষয়ে কোনও বাধা ছিল না, এই নিয়ম নতুন করে কার্যকর করা হয়েছে। এই রবিবার থেকেই সাংহাই প্রশাসন নতুন করে কড়া বিধি আরোপ করেছে করোনা নিয়ন্ত্রণের জন্য। চিনের সাংহাই প্রদেশে এখন করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। যে খানে সোমবার করোনা সংক্রমণের পরিমাণ ছিল ৩ হাজার ৫০০, সেখানে মঙ্গলবার, অর্থাৎ এক দিনের মধ্যে সেই দৈনিক সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৪৪৭।

advertisement

আরও পড়ুন: দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে নিরাপদ মহিলারা, উইনার্স বাহিনীর প্রশংসায় মমতা

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সাংহাই প্রদেশে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার ফলে স্বাভাবিক কারণে চিন্তা বেড়েছে চিনের অর্থনৈতিক কার্যকলাপ নিয়ে। মনে রাখতে হবে, সাংহাইতেই রয়েছে পৃথিবীর বৃহত্তম বন্দর। চিনা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, এই বন্দরটি আপাতত স্বাভাবিক ভাবেই কাজ করছে। অর্থনীতিকে চাঙ্গা রাখতে তাই কাজ করছে চিনা প্রশাসনও। চিনের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বাণিজ্য ক্ষেত্রে ঋণ ও করে ছাড় দেবে সরকার, যাতে অর্থনীতির উপর আঘাত না পড়ে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Covid 19: শুনশান সাংহাইয়ের রাস্তা! করোনা আতঙ্ক তীব্র হচ্ছে চিনে, নিষিদ্ধ রাস্তায় হাঁটাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল