পাশাপাশি, যে কোনও পরিস্থিতিতে রাশিয়াকে সব রকমের সাহায্যের আশ্বাসও দিয়েছে ভারত৷ আলাস্কার বৈঠকের পরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের এভাবে ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করার বিষয়টি আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণের নিরিখে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল৷ এদিনের টেলিফোনিক কথোপকথনে দু’দেশের একাধিক দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে৷
প্রসঙ্গত, এই রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কেনা নিয়েই ট্রাম্পের চক্ষুশূল হয়েছে ভারত৷ ‘নাখুশ’ ট্রাম্প ভারতীয় পণ্যের উপরে অন্যায্য ভাবে চাপিয়েছে ৫০ শতাংশ কর৷ দাবি করেছে, রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে জ্বালানি যোগাচ্ছে ভারত৷ এ বিষয়ে রাশিয়ার সঙ্গেও কথাবার্তা জারি রেখেছে ভারত সরকার৷ পাশাপাশি, আমেরিকার শুল্ক তোপকেও অন্যায্য হিসাবে চিহ্নিত করেছে৷ এমন পরিস্থিতিতে অবশ্য, ট্রাম্প-পুতিন আলাস্কা সাক্ষাতের পরে ভারতকে নিয়ে সুর বেশ খানিকটা নরম করতে দেখা গিয়েছিল ট্রাম্পকে৷
advertisement
গত ১৫ অগাস্ট, শুক্রবার আলাস্কায় প্রায় ৩ ঘণ্টা বৈঠক হয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের৷ যদিও সেই বৈঠকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিরতি সম্পর্কে কোনও সমাধানে আসা যায়নি৷
ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি-সহ আরও একাধিক ইউরোপীয় নেতার সঙ্গে বৈঠক করার কথা ডোনাল্ড ট্রাম্পের৷ যদিও ট্রাম্প ইতিমধ্যেই যুদ্ধবিরতির সম্ভাবনা উড়িয়ে দিয়ে জানিয়েছেন, একটা নির্দিষ্ট শান্তি চুক্তিই দু’দেশের মধ্যে যুদ্ধে ইতি টানতে পারবে৷
প্রধানমন্ত্রী মোদির সাথে পুতিনের ফোনালাপের আগে, বিদেশ মন্ত্রক এক বিবৃতি জারি করে জানিয়েছে যে, আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শীর্ষ সম্মেলনের বৈঠককে স্বাগত জানিয়েছে ভারত।