Mamata Banerjee: ‘বাড়িতে বাড়িতে কোন সমীক্ষা হচ্ছে?,’ ভোটার লিস্ট নিয়ে বড় নির্দেশ...মন্ত্রীদের দায়িত্ব দিলেন মমতা

Last Updated:

পাশাপাশি, অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিমকে দিয়েছেন বিশেষ দায়িত্ব। মমতার দাবি, সমীক্ষার নামে বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য জোগাড়ের চেষ্টা চলছে। সেইকারণে, সব পুরসভাগুলিতে যাতে নজর থাকে, তার জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে বিশেষ নির্দেশ দিয়েছেন মমতা।

News18
News18
কলকাতা: পশ্চিমবঙ্গে SIR হবে কি না, গত রবিবারই তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার৷ জানিয়ে দিয়েছেন, ‘‘কবে পশ্চিমবঙ্গে (SIR) হবে, কবে দেশের অন্য রাজ্যে (SIR) হবে, সঠিক সময়ে তারিখ জানিয়ে দেওয়া হবে।’’ এমন পরিস্থিতিতে সোমবার নিজের মন্ত্রীদের বিশেষ দায়িত্ব দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের সতর্ক করে দিয়ে মমতা জানিয়েছেন, ভোটার লিস্ট নিয়ে তাঁদের সতর্ক থাকতে হবে৷ ভোটার লিস্ট ঠিকঠাক ভাবে দেখতে হবে। নজর দিয়ে দেখতে হবে সবাইকে। কোচবিহারের ভোটার লিস্ট নিয়ে বিশেষভাবে দেখার জন্য মন্ত্রী উদয়ন গুহ-কে বিশেষ ভাবে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি, অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিমকে দিয়েছেন বিশেষ দায়িত্ব। মমতার দাবি, সমীক্ষার নামে বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য জোগাড়ের চেষ্টা চলছে। সেইকারণে, সব পুরসভাগুলিতে যাতে নজর থাকে, তার জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে বিশেষ নির্দেশ দিয়েছেন মমতা।
advertisement
advertisement
বাড়িতে বাড়িতে সমীক্ষার নামে যে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে তার জন্য রাজ্যের এসব বিধায়কদের জানানোর নির্দেশ দিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাসকে। জানানো হয়েছে, এ বিষয়ে যাতে নিজের নিজের এলাকা সম্পর্কে বিধায়কেরা আরও সতর্ক ও সচেতন হন তা নজর রাখতে হবে৷ বাড়িতে বাড়িতে কোন ধরনের সমীক্ষা তা বিধায়কদের দেখতে হবে।
advertisement
বছর পেরোলেই রাজ্যে ছাব্বিশের বিধানসভা ভোট। এদিকে গত কয়েক মাসে ইতিমধ্যেই সামনে এসেছে ভুরিভুরি ভুয়ো ভোটার। একই ব্যক্তির একাধিক ভোটার কার্ড থেকে শুরু করে মৃত ব্যক্তির ভোটার কার্ড তালিকায় জ্বলজ্বল করছে। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। পাশাপাশি, বিহারে বিধানসভা নির্বাচনের আগে এসাইআর বা ভোটার তালিকার নিবিড় সমীক্ষা করায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে বলে জানা গিয়েছে৷ এসআইআর এবং ভোটচুরির অভিযোগ নিয়ে চলতি অধিবেশনের মধ্যে বারবার বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল সহ অন্যান্য বিরোধীরা৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ‘বাড়িতে বাড়িতে কোন সমীক্ষা হচ্ছে?,’ ভোটার লিস্ট নিয়ে বড় নির্দেশ...মন্ত্রীদের দায়িত্ব দিলেন মমতা
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement