আরও পড়ুন - JF17 Pakistan : চিনা বিমান নিয়ে মহা চিন্তায় পড়েছে পাকিস্তান! সাহায্য চাইল রাশিয়ার কাছে
কাকতালীয় ভাবে, এ দিনই ইউক্রেন-রাশিয়ার সংঘর্ষ ছ’মাস পূর্ণ করছে। তবে অর্ধবর্ষ পার করেও যুদ্ধ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টে আজ আমেরিকার গোয়েন্দা সংস্থার এক আধিকারিক বলেছেন, নতুন করে আরও শক্তিশালী হামলার তোড়জোড় শুরু করেছে রাশিয়া।
advertisement
এবারে আক্রমণের লক্ষ্য হতে পারে প্রশাসনিক ভবন আর সরকারি পরিকাঠামোগুলি। নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার ওই গোয়েন্দা কর্তার আশঙ্কা যে অমূলক নয়, তার প্রমাণ মিলেছে হাতেনাতে। আজই কিভে আমেরিকান দূতাবাসের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
তাতে ইউক্রেনে এখনও থেকে যাওয়া আমেরিকার নাগরিকদের দ্রুত সে দেশ ছাড়ার বার্তা দেওয়া হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও বিস্ফোরণের শব্দ বা সাইরেনের আওয়াজ শুনতে পেলে দ্রুত নিরাপদ স্থান বেছে নিন। আবাসনের সবচেয়ে নীচের তলায় আশ্রয় নিন। বাইরের দিকে উন্মুক্ত রয়েছে এমন দেওয়াল বা জানলার আশপাশ এড়িয়ে চলুন।
রবিবার ইউরোপীয় দেশগুলির রাষ্ট্রনায়কদের সঙ্গে কথা বলেছেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইজেন। আমেরিকান গোয়েন্দাদের মত রাশিয়ার বিশেষ বিমান বাহিনী আধুনিক সুখই ৩৫ ব্যবহার করতে পারে নতুন আক্রমণ করার ক্ষেত্রে। ইতিমধ্যেই বেশ কিছু মার্কিন নাগরিক আবার ইউক্রেন ছাড়া শুরু করেছেন।