TRENDING:

Russia Putin: রাশিয়ায় ফের রহস্য...পুতিন বরখাস্ত করেছিল, তার কয়েক ঘণ্টার মধ্যেই প্রাক্তন মন্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার

Last Updated:

গতকাল কোনও কারণ না জানিয়েই তাঁর মন্ত্রিত্ব থেকে স্টারোভয়েটকে সরিয়ে দেয় ক্রেমলিন৷ গতকাল হঠাৎ করেই হয় আনুষ্ঠানিক ঘোষণা৷ তারপরেই নাটকীয় ভাবে ঘটল এই ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মস্কো: ক’ঘণ্টা আগেই তাঁকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ আর তারপর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই রহস্যজনক ভাবে উদ্ধার হল রাশিয়ার প্রাক্তন ট্রান্সপোর্ট মিনিস্টার রোমান স্টারোভয়েট৷ রাশিয়ার প্রশাসনের তরফে জানানো হয়েছে, তারা এ বিষয়ে ইতিমধ্যেই একটি তদন্তকারী কমিটি গঠন করেছেন৷
News18
News18
advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, রাশিয়ার রাজধানী মস্কোর কাছে অদিন্তসোভো জেলায় তাঁর ব্যক্তিগত গাড়ির মধ্যেই উদ্ধার হয়েছে রাশিয়ার প্রাক্তন মন্ত্রীর গুলিবিদ্ধ দেহ৷

তদন্তকারী কমিটির তরফে জানানো হয়েছে তাঁরা ওই মন্ত্রীর মৃত্যুর কারণ অনুসন্ধান করছেন৷ আপাতদৃষ্টিতে আত্মহত্যা হিসাবে মনে হলেও খতিয়ে দেখা হচ্ছে সব দিক৷

আরও পড়ুন: কালা জাদু..ডাইনি বিদ্যা…ছড়িয়ে ছিটিয়ে পড়ে আধপোড়া, রক্তাক্ত পাঁচ-পাঁচটা দেহ! একটা গোটা পরিবার শেষ

advertisement

গতকাল কোনও কারণ না জানিয়েই তাঁর মন্ত্রিত্ব থেকে স্টারোভয়েটকে সরিয়ে দেয় ক্রেমলিন৷ গতকাল হঠাৎ করেই হয় আনুষ্ঠানিক ঘোষণা৷ তারপরেই নাটকীয় ভাবে ঘটল এই ঘটনা।

আরও পড়ুন: তান্ত্রিকদের প্রিয়…বিরল এই ‘দু’মুখো’ সাপ, ধরা পড়ল এবার! ২৫ কোটি টাকা পর্যন্ত দাম, জেনে নিন রেড স্যান্ড বোয়ার বিশেষত্ব

২০২৪ সালের মে মাসে নিযুক্ত হওয়া স্টারোভয়েট এক বছরেরও বেশি সময় ধরে পরিবহণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে তিনি ইউক্রেনের সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভর্নর হিসেবে প্রায় পাঁচ বছর কাটিয়েছিলেন। রয়টার্স জানিয়েছে, রাশিয়ার পরিবহণ খাতের জন্য বড় চ্যালেঞ্জের সময় মন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব এসেছিল, যা ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে ব্যাপকভাবে চাপের মুখে পড়েছে, যা এখন চতুর্থ বছরে পড়ছে

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia Putin: রাশিয়ায় ফের রহস্য...পুতিন বরখাস্ত করেছিল, তার কয়েক ঘণ্টার মধ্যেই প্রাক্তন মন্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল