স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, রাশিয়ার রাজধানী মস্কোর কাছে অদিন্তসোভো জেলায় তাঁর ব্যক্তিগত গাড়ির মধ্যেই উদ্ধার হয়েছে রাশিয়ার প্রাক্তন মন্ত্রীর গুলিবিদ্ধ দেহ৷
তদন্তকারী কমিটির তরফে জানানো হয়েছে তাঁরা ওই মন্ত্রীর মৃত্যুর কারণ অনুসন্ধান করছেন৷ আপাতদৃষ্টিতে আত্মহত্যা হিসাবে মনে হলেও খতিয়ে দেখা হচ্ছে সব দিক৷
advertisement
গতকাল কোনও কারণ না জানিয়েই তাঁর মন্ত্রিত্ব থেকে স্টারোভয়েটকে সরিয়ে দেয় ক্রেমলিন৷ গতকাল হঠাৎ করেই হয় আনুষ্ঠানিক ঘোষণা৷ তারপরেই নাটকীয় ভাবে ঘটল এই ঘটনা।
২০২৪ সালের মে মাসে নিযুক্ত হওয়া স্টারোভয়েট এক বছরেরও বেশি সময় ধরে পরিবহণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে তিনি ইউক্রেনের সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভর্নর হিসেবে প্রায় পাঁচ বছর কাটিয়েছিলেন। রয়টার্স জানিয়েছে, রাশিয়ার পরিবহণ খাতের জন্য বড় চ্যালেঞ্জের সময় মন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব এসেছিল, যা ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে ব্যাপকভাবে চাপের মুখে পড়েছে, যা এখন চতুর্থ বছরে পড়ছে