একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে চলতি বছরেই ক্যালিফোর্নিয়ার মার্ডক মোরাগার ভিনেয়ার্ড ও এস্টেটেই হবে বিয়ে। পঞ্চম বারের জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। তবে এই নিয়ে ষষ্ঠ বার তিনি বাগদান সারলেন।
আরও পড়ুন: মহাশিবরাত্রিতে রাশি মিলিয়ে করুন রুদ্রাভিষেক! সৌভাগ্য চড়বে সোনার সিঁড়িতে, সুখ-সমৃদ্ধিতে ভরবে ঘর
advertisement
গত বছর ফক্স অ্যান্ড নিউজ কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে অবসর নেন মার্ডক। একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল তিনি চলতি বছরের জুন মাসে সারবেন বিয়ে। ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পাঠানোও শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন: চার নারী, হাতে তরবারি, মধুমিতা-রাজনন্দিনীর ‘নজরবন্দি’ ঋতুপর্ণা! ঘোষণা দেবারতির
রুপার্ট মার্ডকের চার সন্তান একটি ট্রাস্টের মাধ্যমে তাঁদের ব্যবসা পরিচালনা করেন। এলিনার সঙ্গে তাঁর বিয়ে হলে সেই ব্যবসার উপর কোনও প্রভাব পড়বে না বলেও জানা গিয়েছে।
২০২৩ সালে প্রাক্তন পুলিশ চ্যাপেলিন অ্যান লেসলি স্মিথের সঙ্গে বাগদানের কিছু দিন পরই তাঁদের বিচ্ছেদ ঘটে, এর পরপরই এলিনার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায়। এপ্রিলের পর থেকেই এই জুটি ডেটিং শুরু করেন। মার্ডকের প্রাক্তন স্ত্রী ওয়েন্ডি ডেং আয়োজিত একটি পার্টিতে তাঁদের দেখা হয়।
তবে মার্ডকের এর আগে অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আনা মান, ওয়েন্ডি ডেং এবং মার্কিন মডেল ও অভিনেত্রী জেরি হলকে বিয়ে করেছেন।
অন্যদিকে, এলিনাও এর আগে রাশিয়ান তেল ব্যবসায়ী আলেকজান্ডারকে বিয়ে করেছিলেন। তাঁদের মেয়ে দাশা। তিনি একজন সমাজপতি এবং রাশিয়ান ব্যবসায়ী অলিগার্চ রোমান আব্রামোভিচের সঙ্গে বিয়ে করেছিলেন।
রুপার্ট মার্ডক ১৯৫০ সালে অস্ট্রেলিয়ায় তাঁর কর্মজীবন শুরু করেন এবং ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের ‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’ এবং ‘দ্য সান’ -এর মালিক হন। এছাড়াও তিনি ‘নিউ ইয়র্ক পোস্ট’ এবং ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-সহ বেশ কয়েকটি মার্কিন প্রকাশনাও কিনেছিলেন তিনি। তিনি ১৯৯৬ সালে ফক্স নিউজ চালু করেন যা এখন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম সারির একটি নিউজ চ্যানেল।
তিনি ২০১৩ সালে নিউজ কর্প প্রতিষ্ঠা করেন এবং এর মাধ্যমে তিনি শত শত স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়া আউটলেটের মালিক হন।