TRENDING:

Rupert Murdoch Wedding: প্রেয়সীর বয়স ৬৬, পঞ্চম বার বিয়ে করতে চলেছেন ৯২ বছর বয়সি মিডিয়া সম্রাট রুপার্ট মার্ডক

Last Updated:

Rupert Murdoch Wedding: নবতিপর মার্ডক জানিয়েছেন ষাটোর্ধ্ব অ্যানকে দেখে তিনি প্রেমে পড়ে যান৷ তবে তিনি জানেন এটাই তাঁর শেষ সম্পর্ক তথা বিয়ে হতে চলেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
৯২ বছর বয়সে পঞ্চম বার বিয়ে করতে চলেছেন রুপার্ট মার্ডক৷ সম্প্রতি মিডিয়া সম্রাট তাঁর পঞ্চম বাগদানের কথা প্রকাশ করেছেন৷ তাঁর হবু স্ত্রী তথা বর্তমান বান্ধবীর নাম অ্যান লেজলি স্মিথ৷ ৬৬ বছর বয়সি অ্যানের সঙ্গে মার্ডকের আলাপ হয় গত বছর সেপ্টেম্বরে৷ ক্যালিফর্নিয়ার এক আঙুরবাগিচায়৷ অ্যান কাজ করতেন পুলিশ বিভাগে৷ সংবাদমাধ্যমে নবতিপর মার্ডক জানিয়েছেন ষাটোর্ধ্ব অ্যানকে দেখে তিনি প্রেমে পড়ে যান৷ তবে তিনি জানেন এটাই তাঁর শেষ সম্পর্ক তথা বিয়ে হতে চলেছে৷ চতুর্থ স্ত্রী জেরি হলের সঙ্গে গত বছর বিচ্ছেদ হয়ে যায় মার্ডকের৷
সেন্ট প্যাট্রিকস ডে-তে প্রেয়সীকে প্রোপোজ করেন মার্ডক
সেন্ট প্যাট্রিকস ডে-তে প্রেয়সীকে প্রোপোজ করেন মার্ডক
advertisement

প্রেম ক্রমশ গভীর হওয়ার পর সেন্ট প্যাট্রিকস ডে-তে প্রেয়সীকে প্রোপোজ করেন মার্ডক৷ জানান, তিনি বেশ নার্ভাস ছিলেন৷ অ্যানের স্বামী ছিলেন গায়ক৷ কাজ করেছেন টেলিভিশন ও রেডিও ইন্ডাস্ট্রিতে৷ তবে তিনিও ছিলেন ব্যবসায়ী৷ তাই মার্ডকের সঙ্গে তাঁর মনের মিল হতে সুবিধে হয়েছে বলে জানান অ্যান৷ একাকী ১৪ বছর কাটানোর পর মার্ডকের সঙ্গে তাঁর নতুন সম্পর্ক ঈশ্বরের আশীর্বাদের মতোই বলে মন্তব্য অ্যানের৷

advertisement

আরও পড়ুন : ১৫ বছর বয়সে বিয়ে ৫০ বছরের ব্যক্তিকে, আজ ৯৮ বছর বয়সে ৬০০ জন নাতিপুতির ঠাকুমা দিদিমা সেদিনের সেই কিশোরী

অন্যদিকে প্রথম তিন বিয়ে থেকে ৬ সন্তানের বাবা মার্ডক জানিয়েছেন জীবনের বাকি দিনগুলো নতুন জীবনসঙ্গীর সঙ্গে মধুময় করে কাটাতে চান৷ এ বছরের গ্রীষ্মেই তাঁরা বিয়ে করতে চলেছেন৷ তার আগের সময়টুকু কাটাতে চান ইউরোপ ও আমেরিকার বিভিন্ন শহরে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর আগে মার্ডক বিয়ে করেছিলেন ফ্লাইট অ্যাটেন্ড্যান্ট প্যাট্রিসিয়া বুকার, সাংবাদিক অ্যান মান এবং উদ্যোগী ওয়েন্ডি ডেং-কে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Rupert Murdoch Wedding: প্রেয়সীর বয়স ৬৬, পঞ্চম বার বিয়ে করতে চলেছেন ৯২ বছর বয়সি মিডিয়া সম্রাট রুপার্ট মার্ডক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল