TRENDING:

রাঁধুনি চাইছে রাজবাড়ি, বেতন কত জানেন?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: আপনি কি দারুণ রান্না করতে পারেন? তাহলে আবেদন করতেই পারেন বাকিংহাম প্যালেসে৷ রাজ প্রাসাদের ওয়েবসাইটে জানানো হয়েছে, রাজবাড়ির জন্য রাঁধুনি খোঁজা হচ্ছে৷
advertisement

তবে রাজবাড়ির রাঁধুনি, তাই যোগ্যতাও হওয়া চাই তেমনই৷ প্রতিদিন উচ্চমানের সব উপকরণ দিয়ে উচ্চমানের সব পদ রাঁধতে হবে৷ বিভিন্ন অনুষ্ঠানের জন্যও নির্দিষ্ট সময়ের মধ্যে তৈরি করে ফেলতে হবে উচ্চমানের সুস্বাদু সব খাবার৷ আর তাই রন্ধনশিল্পের সব খুঁটিনাটি বিষয়ে অবশ্যই পারদর্শী হতে হবে রাঁধুনিকে৷

রয়্যাল শেফ বলে কথা, তাই রাজবাড়িতে থাকার ব্যবস্থাও করা হবে তার৷ সেই সঙ্গেই প্রতিদিনের খাওয়ার ব্যবস্থাও থাকবে রাজবাড়িতেই৷ আর মাস গেলে হাতে আসবে ২২ হাজার পাউন্ড৷ ভারতীয় অঙ্কে যার মূল্য কড়কড়ে ১৮ লক্ষ টাকা৷ আর কী চাই!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

তবে কতটা কঠিন এই কাজ? ১৫ বছর ধরে রয়্যাল ফ্যামিলির শেফ-এর ভূমিকা পালন করেছেন ড্যারেন ম্যাকগ্রাডি৷ হার্পার্স বাজার-এ প্রকাশিত একটি ইন্টারভিউতে ড্যারেন জানিয়েছিলেন, রানি যখনই কোথাও যান সঙ্গে রাখেন তার প্রিয় স্ন্যাক্স চকোলেট বিস্কিট কেক৷ আর রানিকে সন্তুষ্ট করতে পারলেই কেল্লাফতে!

বাংলা খবর/ খবর/বিদেশ/
রাঁধুনি চাইছে রাজবাড়ি, বেতন কত জানেন?