মাত্র ৩৯ বছর বয়সে এই পদে হঠাৎ সুনকের বসার কারণটাও অদ্ভুত৷ ব্রিটেনের অর্থমন্ত্রী সাজিদ জাভিদ বৃহস্পতিবার পদ্যতাগ করার কথা ঘোষণা করার পরেই সুনককে এই পদে বসানোর কথা জানানো হয়৷ সাজিদ রাজনৈতিক মহলকে অবাক করে হঠাৎই পদত্যাগের কথাটা ঘোষণা করেন৷ এদিকে সামনেই বরিস জনসন মন্ত্রীসভার কঠিন পরীক্ষা রয়েছে৷ বার্ষিক বাজেটের আগে হাতে আছে মাত্র একমাস৷ তার আগেই হঠাৎ এই সিদ্ধান্ত নেন সাজিদ ৷ ওদিকে কদিন বাদেই বরিস জনসনের মন্ত্রীসভায় রদবদল করার কথা৷ তার অর্থমন্ত্রীর সরে যাওয়ার কারণ কী, তা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে৷
advertisement
১৯৮০ সালের ১২ মে ঋষি সুনক সাদাম্টন, হ্যাম্পশায়রে জন্মগ্রহণ করেনম৷ যশবীর ও ঊষা সুনকের পুত্র ঋষির ঠাকুরদার জন্ম পাঞ্জাবে, ১৯৬০ সালে সেই পরিবার চলে যায় পূর্ব আফ্রিকা হয়ে ইংল্যান্ডে৷
https://twitter.com/10DowningStreet/status/1227930006313226241?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1227930006313226241&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fworld%2Frishi-sunak-narayan-murthys-son-in-law-appointed-britains-new-finance-minister-2500073.html