TRENDING:

UK Election: প্রচারের শেষলগ্নে আত্মবিশ্বাসী ঋষি সুনক! সমীক্ষা কী একই কথা বলছে?

Last Updated:

Rishi Sunak is confident about winning the election: চূড়ান্ত সাংবাদিক সম্মেলনে ঋষি সুনক বলেন, ‘‘আমরা প্রত্যেকটা ভোটের জন্য লড়ছি৷ মাত্র ১৩০০০০ মানুষ ভোটের নির্বাচনের ফলে পার্থক্য করে দিতে পারে৷ শেষ অবধি এটাই বলতে চাই, এই নির্বাচনে ফলাফল যাই হোক না কেন? নির্বাচনের ফলের সমস্ত দায়ভার আমার৷’’  

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন: ঋষি সুনকের মন্ত্রিসভার সদস্য পেনশন মন্ত্রী মেল স্ট্রাইডস কয়েকদিন আগে ব্রিটেনের নির্বাচন প্রসঙ্গে জিবি নিউজকে বলেন, ‘‘লেবার পার্টির ভোট ব্যাঙ্কে বড়সড় ধস নামতে চলেছে৷ ভোটে এই ধরনের ধস ব্রিটেন এর আগে কখনও দেখেনি৷’’ যদিও ভোট শুরু হওয়ার ঠিক আগেই সান ট্যাবলয়েড লেবার পার্টিকে সমর্থন করেছে৷ এই ট্যাবলয়েড সাধারণত বিজয়ী পক্ষকেই সমর্থন করেন৷ যা ঋষি সুনকের জন্য মোটেও খুব একটা ভাল নয়৷
নির্বাচনে জেতা নিয়ে আত্মবিশ্বাসী ইংল্যান্ডের প্রধাণমন্ত্রী ঋষি সুনক
নির্বাচনে জেতা নিয়ে আত্মবিশ্বাসী ইংল্যান্ডের প্রধাণমন্ত্রী ঋষি সুনক
advertisement

আরও পড়ুন: মার্কিন মুলুকের প্রথম নির্বাচনী বিতর্কে বাইডেনকে তুলোধনা ট্রাম্পের, কী বললেন শুনলে চমকে যাবেন

জনমত সমীক্ষা বলছে, এবার লেবার পার্টি ভোটে অনেকটা ভাল ফল করবে৷ ব্রেক্সিটের ঘটনা, মূল্যবৃদ্ধি প্রভৃতি নানা কারণের জন্য প্রায় দেড় দশকের পর ডানপন্থী কনজারভেটিভ সরকার থেকে মুখ ফেরাতে পারে সেখানের জনগণ৷

আরও পড়ুন: জুলাইতে রাশিয়া সফরে যেতে পারেন মোদি, পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা

advertisement

তবে জেতা নিয়ে আত্মবিশ্বাসী ইংল্যান্ডের প্রধাণমন্ত্রী ঋষি সুনক৷ যদিও তিনি তাঁর মন্ত্রীসভার সদস্য স্ট্রাইডাসের মতো সরাসরি কোনও ভবিষ্যৎ বাণী করতে চাননি৷ তিনি দাবী করেছেন, তাঁর আমলে ব্রিটিশ অর্থনীতি পুনরায় ট্র্যাকে ফিরেছে৷ এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,‘‘জীবনযাত্রার মান নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো উঠেছিল, প্রচারাভিযানের সময় সেই কথাগুলো কিন্তু আর ওঠেনি৷ এর থেকেই বোঝা যায়, দেশের জীবনযাত্রার মান যথেষ্ট উন্নত হয়েছে৷’’ তাঁর বক্তব্য ভোটে তার প্রভাব পড়বেই৷ তিনি প্রত্যেকটা ভোটের জন্য লড়বেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

চূড়ান্ত সাংবাদিক ঋষি সুনক বলেন, ‘‘আমরা প্রত্যেকটা ভোটের জন্য লড়ছি৷ মাত্র ১৩০০০০ মানুষ ভোটের নির্বাচনের ফলে পার্থক্য করে দিতে পারে৷ শেষ অবধি এটাই বলতে চাই, এই নির্বাচনে ফলাফল যাই হোক না কেন? নির্বাচনের ফলের সমস্ত দায়ভার আমার৷’’

বাংলা খবর/ খবর/বিদেশ/
UK Election: প্রচারের শেষলগ্নে আত্মবিশ্বাসী ঋষি সুনক! সমীক্ষা কী একই কথা বলছে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল