এই প্রস্তাব জমা দিয়েছেন ইমরান সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন। আগামী বছর ইমরান খানকে নোবেল দেওয়ার দাবিতে সংশ্লিষ্ট কমিটির কাছে অনলাইনে আবেদনও করা হয়েছে। ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে ইমরানের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে ওই প্রস্তাবে।
ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন ইমরান খান। তাঁর সক্রিয়তা ও দক্ষতায়দু’দেশের মধ্যে এমন উত্তেজনাকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে। দুই প্রতিবেশীর মধ্যে শান্তি ফেরাতে ইমরান খানের অসামান্য অবদানের জন্য তাঁকে নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে,এমনই দাবি পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেনের ।
advertisement
পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার এই বিষয়টি আলোচনা হতে পারে পাক সংসদে। এমনকী প্রস্তাবের সমর্থনে সংখ্যাগরিষ্ঠতাও পেতে পারে তেহরিক-ই-ইনসাফি তবে বিরোধীপক্ষের সমর্থন আদৌও আসবে কি না তা নিয়ে জল্পনা থেকেই যাচ্ছে ।