TRENDING:

নেটমাধ্যমে জাল চাকরির টোপ, শাস্তিও মিলল হাতে-নাতে! ১১ লক্ষের বেশি জরিমানার নির্দেশ!

Last Updated:

গৃহকর্মী নিয়োগের জন্য ফেক অ্যাকাউন্ট বানানোর অভিযোগে ১১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হল এক মহিলার বিরুদ্ধে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আরব: আবারও একই ভঙ্গিতে কাজ দেওয়ার উদ্দেশ্যে নেট মাধ্যমকে হাতিয়ার করেছে বিভিন্ন অসৎ ব্যক্তি। দেশ হোক বা বিদেশ, ক্রমশই ইন্টারনেট এবং তারপর সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে দূর্নীতিমূলক কাজের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। সম্প্রতি এমনই এক ঘটনা নেট মাধ্যমকে স্তম্ভিত করে দিয়েছে। তবে এক্ষেত্রে শাস্তির কথা শোনার চেয়েও নেটনাগরিকরা বেশি অবাক হয়েছেন জরিমানার পরিমাণ জেনে।
advertisement

গৃহকর্মী নিয়োগের জন্য ফেক অ্যাকাউন্ট বানানোর অভিযোগে ১১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হল এক মহিলাকে! হ্যাঁ, সংযুক্ত আরব আমিরাশাহিতে এমনই এক ঘটনা প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে নেট মাধ্যমে। ওই মহিলা এক গৃহকর্মীকে নিয়োগের জন্য সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি জাল অ্যাকাউন্ট তৈরি করেছিলেন। দীর্ঘদিন ধরেই নেট মাধ্যমকে হাতিয়ার করে ওই মহিলা এই কাজ চালিয়ে যাচ্ছিলেন। এর জন্য প্রশাসন ওই মহিলাকে প্রায় ৫০,০০০ দিরহাম অর্থাৎ যা কিনা ভারতীয় মুদ্রায় প্রায় ১১,০৭,৭৫২ টাকা মূল্যের জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন : ২০০ কোটির তছরুপের মামলায় জামিনের আবেদন! পাতিয়ালা হাউস কোর্টে হাজির জ্যাকলিন, রইল ছবি

ফুজাইরাহ ফেডারেল কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স ওই মহিলাকে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে। শুরুতে এই বিষয়ে এক ভোক্তা পুলিশের স্মার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটি মামলা দায়ের করেছিলেন। খালিজ টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, গৃহকর্মী নিয়োগের প্রতিশ্রুতির বিনিময়ে ওই মহিলা অভিযোগকারীর থেকে ৮,৫০০ দিরহাম যা ভারতীয় মুদ্রায় প্রায় ১,৮৮,৩০৫ টাকা হাতিয়ে নেন।

advertisement

আরও পড়ুন : সঙ্গমের পরেই চরম ঘুম! অজান্তেই ভুল করছেন না তো? জানুন অবাক করা কারণ

ওই অভিযুক্ত মহিলা প্রথমে অভিযোগকারীর সঙ্গে কোনও রকম আইনি ব্যবস্থায় আসতে চাননি। নানা কথায় তিনি ওই অভিযোগকারীকে হেনস্থা করতে থাকেন, শেষমেষ বাধ্য হয়েই থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্ত। প্রাথমিক ভাবে ওই মহিলা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন এবং তিনি দাবি করেছেন যে, সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট তাঁর ড্রাইভার মারফত বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পরে অবশ্য জানা গিয়েছে যে, পাবলিক প্রসিকিউশনের তদন্তের সময় ওই মহিলা স্বীকার করেছেন যে, তিনি উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না নিয়ে গৃহকর্মী নিয়োগে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছেন এবং বেশ কিছু টাকা হাতিয়ে নিয়েছেন।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
নেটমাধ্যমে জাল চাকরির টোপ, শাস্তিও মিলল হাতে-নাতে! ১১ লক্ষের বেশি জরিমানার নির্দেশ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল