২০১৬ সালে মুক্তি পাওয়া সাউথ কোরিয়ান সিনেমা 'ট্রেন টু বুসান'-এর কথা মনে আছে? সম্প্রতি আমেরিকায় ভাইরাল হওয়া এই ভিডিওগুলি দেখে মনে হচ্ছে, সেই সিনেমার দৃশ্যই যেন বাস্তবের মাটিতে নেমে এসেছে। দেখুন একবার মেয়েটি কেমন করছে...
advertisement
বিজ্ঞানীরা বলছেন, কোনও 'zombie' ভাইরাস নয়, এর পিছনে রয়েছে 'zombie drug'। সাধারণত, পশুপাখির চিকিৎসায় ব্যবহৃত হয় এই জাইলাজিন (Xylazine) ওষুধ। কিন্তু, মানুষ খেলেই বিপদ। তবে কে শুনছে কার কথা! এই ওষুধ খেয়ে নেশার ঘোরে চলে যাচ্ছেন অনেক মাদকাসক্ত ব্যক্তিই। মার্কিন বাজারে এই ওষুধের নাম হয়েছে 'zombie drug'।
এই ওষুধ খেয়ে প্রবল ঘুমভাব, রেসপিরেটরি ডিপ্রেশনের শিকার হচ্ছেন ব্যবহারকারীরা। সেটা থেকেই তৈরি হচ্ছে 'zombie like effect'. এখানেই শেষ নয়, এই ওষুধ বেশি খেলে গায়ের নুন ছালও উঠতে শুরু করছে। এই ওষুধের ওভারডোজে মৃত্যু পর্যন্ত হতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।