সামরিক ক্ষেত্রে রাশিয়ার অন্যতম পার্টনার হল ভারত। ভারত, মালয়েশিয়া, আলজেরিয়ার মতো দেশগুলিকে প্রচুর অস্ত্রশস্ত্র বিক্রি করে রাশিয়া। তবে রাশিয়া ফিফথ্ জেনারেশনের ফাইটার জেট তৈরির পরেও খুব একটা আগ্রহ দেখাচ্ছে না ভারত-সহ অন্যান্য দেশগুলি। কিন্তু কেন?
advertisement
এখনও রপ্তানিতে রয়ে গিয়েছে বড় সমস্যা। বিমানটি বাজারজাত করার প্রচেষ্টা সত্ত্বেও, ফাইটার জেটের সাফল্যের যাত্রা এখনও খানিকটা অনিশ্চিত রয়ে গিয়েছে।
রাষ্ট্রায়ত্ত অস্ত্র রপ্তানিকারক সংস্থা Rosoboronexport বেশ কিছুটা ধুমধাম করে ঘোষণা করেছিল যে বিমানটি ইভেন্টে প্রদর্শিত হবে। সেইমতো আন্তর্জাতিক সামুদ্রিক এবং মহাকাশ প্রদর্শনী (LIMA ২০২৫) মালয়েশিয়ায়, ল্যাংকাই আর্ন্তজাতিক সামুদ্রিক এবং মহাকাশ প্রদর্শনী (LIMA ২০২৫)তে প্রদর্শন করার কথা ছিল Sukhoi Su-57E। তবে এই প্রদর্শনীতে দেখা মেলেনি রাশিয়া নয়া ফাইটার জেটের।
এই অনুপস্থিতি ফের তুলল একটি প্রশ্ন, রাশিয়ার অত্যাধুনিক ফাইটার জেট আদৌ প্রস্তুত কি প্রতিরক্ষার বাজারে আসার জন্য? নাকি এখনও এই জেটের ‘টেকঅফ’ করার সময় বাকি।