TRENDING:

হঠাৎ করে তীব্র অসুস্থ রানি এলিজাবেথ, পরিজনদের খবর পাঠাতে বললেন চিকিৎসক

Last Updated:

৯৬ বছরের রানি এলিজাবেথ ইংল্যান্ডের অন্যতম দীর্ঘ সময়ের জন্য দায়িত্বে থাকা শাসক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: হঠাৎ করে তীব্র অসুস্থতার কবলে পড়েছেন রানি এলিজাবেথ ২৷ বাকিংহ্যাম প্যালেসের চিকিৎসকের পক্ষ থেকে বলা হয়েছে, উদ্বেগজনক রয়েছে রানির শারীরিক অবস্থা৷ তাঁকে এখন ২৪ ঘণ্টা চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷ পাশাপাশি, পরিবার-পরিজনকে খবর পাঠাতেও নির্দেশ দিয়েছেন রাজপরিবারের চিকিৎসক৷
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

৯৬ বছরের রানি এলিজাবেথ ইংল্যান্ডের অন্যতম দীর্ঘ সময়ের জন্য দায়িত্বে থাকা শাসক৷ গত বছর অক্টোবর মাস থেকে তিনি নানারকম শারীরিক সমস্যায় ভুগছেন নিয়মিত৷ তাঁরা দাঁড়াতে কষ্ট হচ্ছে পাশাপাশি চলতেও পারছেন না৷ ১৯৫২ সালে রাজা জর্জের পর ইংল্যান্ডের রাজ পরিবারের শীর্ষে বসেছিলেন রানি এলিজাবেথ৷ তিনি সম্প্রতি উদযাপন করেছেন তাঁর রাজত্বকালের ৭০ তম বর্ষ৷

advertisement

আরও পড়ুন: 'ঘ্যাচাং ফুঁ'... এবার 'বিশেষ' 'বিশেষ' বিধায়কদের 'চাকরির রিকোয়েস্ট' নিয়ে কড়া হুঁশিয়ারি মমতার! করলেন সতর্কও

আরও পড়ুন: 'ইতনা গুস্সা কিঁউ?...' নেতাজি ইনডোর থেকে হুঙ্কার মমতার! কেন্দ্রের আমন্ত্রণ নিয়ে দাগলেন তোপ!

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

সম্প্রতি তাঁর শারীরিক অসুস্থতার খবরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ইংল্যান্ডে৷ ইতিমধ্যে রানিকে দেখতে তাঁর চার পুত্র সন্তান প্রিন্স চার্লস, প্রিন্স অ্যানা, প্রিন্স অ্যান্ড্রু ও প্রিন এডওয়ার্ড রওনা দিয়েছেন বলে খবর৷ বুধবার একটি বৈঠক ছিল তাঁর, সেটিও বাতিল করা হয়েছে৷ বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে যে বিবৃতি জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে, চিকিৎসকরা রানির স্বাস্থ্যের অবস্থার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন, তাঁকে পূর্ণ মাত্রায় চিকিৎসকের নজরদারিতে থাকতে বলা হয়েছে৷ পাশাপাশি, বলা হয়েছে, এখনও তেমন কোনও উল্লেখযোগ্য উন্নতি বা অবনতির ঘটনা ঘটেনি৷ যদি স্বাস্থ্যের অবস্থার দ্রুত পরিবর্তন হয়, তা হলে বুলেটিন জারি করে পুরো বিষয়টি সাধারণ মানুষকে নিশ্চিত ভাবেই জানানো হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
হঠাৎ করে তীব্র অসুস্থ রানি এলিজাবেথ, পরিজনদের খবর পাঠাতে বললেন চিকিৎসক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল