ফোলা ফোলা মুখ, কাঁপা হাত৷ পুতিনের শরীরের দেখা দেওয়া এমন নানা লক্ষণ ঘিরে ইতিমধ্যেই তাঁর শরীর স্বাস্থ্য ঘিরে জল্পনা শুরু হয়েছে৷ গত বছরের নভেম্বরে দীর্ঘ ১৩ দিন সংবাদমাধ্যম, বৈঠক, সরকারি কাজকর্ম সব কিছু থেকেই সরে গিয়েছিলেন পুতিন৷ তাঁর স্বাস্থ্যের অবস্থা ঘিরে সংশয় দেখা দিয়েছিল৷ সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছিল পুতিনের প্রি রেকর্ডেড ভিডিও৷
advertisement
যদিও পরে রাশিয়া প্রশাসনের তরফে দাবি করা হয় , রুটিন চেক আপ চলছিল ৭২ বছরের রুশ প্রেসিডেন্টের৷ গত কয়েক বছর ধরেই গুঞ্জন চলছে পুতিনের শরীরে ক্যানসার দানা বেঁধেছে৷ কে্উ কেউ আবার বলেছেন উনি পার্কিনসনস ডিসিসের শুরুর দিকে রয়েছেন৷ তাঁর সমস্ত সফরে তাঁর সঙ্গে যে চিকিৎসক থাকেন, তিনি একজন ক্যানসার বিশেষজ্ঞ বলেই জানা গিয়েছে৷ যদিওএই কোনও জল্পনারই কোনও অফিশিয়াল সারবত্তা প্রমাণিত হয়নি৷
এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রঁ একটি বৈঠক করেন৷ বৈঠক শেষে দুই রাষ্ট্রপ্রধান জানান, পুতিন যতদিন ক্ষমতায় রয়েছে, আমেরিকার উচিত নিজেকে কড়া অবস্থানে রাখা৷
ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতির উদ্দেশ্য সম্প্রতি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রায় দু’ঘণ্টা কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ দু’দেশের মধ্যে যাতে শান্তি পরিস্থিতি তৈরি হয়, সে বিষয়ে সচেষ্ট হয়েছেন তিনি৷
ঙ্গলবার রাতে ইউক্রেনে ১১৭টি হামলা সহ চলমান রাশিয়ান আক্রমণ সত্ত্বেও, জেলেনস্কি আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র পুতিনকে নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য চাপ দেবে।