২০১৭ সালের এপ্রিল মাসে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে ভারতের প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল পাকিস্তান সেনা আদালত। এই নির্দেশের আন্তর্জাতিক আদালতে আবেদন জানিয়েছিল ভারত ও তারপরই পাক আদালতের এই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে আন্তর্জাতিক আদালতের ১০-বিচারপতির বেঞ্চ ।
আগামিকা, ১৮ ফেব্রুয়ারি ভারতের হয়ে সওয়াল করতে চলেছেন হরিশ সালভে । তার পর ইসলামাবাদের তরফের আইনজীবী খাওয়ার কুরেশির বক্তব্য শুনবে ICJ ।
advertisement
ইসলামাবাদের অভিযোগ, বালুচিস্তানের জঙ্গিদের নাশকতায় মদত দিতে ইরান থেকে গোপনে পাকিস্তানে ঢুকেছিলেন ভারতীয় গুপ্তচরসংস্থা 'র'-এর এজেন্ট কুলভূষণ, সেই অভিযোগ খারিজ করে ভারত জানিয়েছিল অবসর নেওয়ার পর নিজের ব্যবসার প্রয়োজনে ইরানে গিয়েছিলেন কুলভূষণ ও সেই সময় পতাঁকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে যায় পাক জঙ্গিগোষ্ঠী। নয়াদিল্লির তরফে ইসলামাবাদের বিরুদ্ধে ভিয়েনা কনভেনশনে গৃহীত মানবাধিকার সংক্রান্ত প্রস্তাব অমান্যের অভিযোগ তোলা হয়েছে।