TRENDING:

মহাবিশ্বে তারকা পতন, প্রয়াত স্টিফেন হকিং

Last Updated:

এবার আর জল্পনা নয় ৷ ব্ল্যাক হোল থিওরির জনক স্টিফেন হকিং শেষ নিশ্বাস ত্যাগ করলেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর ৷ স্টিফেন হকিংয়ের পরিবার সূত্রে খবর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: এবার আর জল্পনা নয় ৷ ব্ল্যাক হোল থিওরির জনক স্টিফেন হকিং শেষ নিশ্বাস ত্যাগ করলেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর ৷ স্টিফেন হকিংয়ের পরিবার সূত্রে খবর ৷ কেমব্রিজে নিজের বাসভবনে মারা গিয়েছেন তিনি ৷
advertisement

মাত্র ২১ বছর বয়স থেকেই কঠিন রোগ মোটর নিউরন রোগে আক্রান্ত ছিলেন স্টিফেন ৷ এই রোগই কেড়ে নিয়েছিল তাঁর চলাফেরা করার ক্ষমতা ৷ কিন্তু হুইলচেয়ারে বসেই তিনি বিশ্ব দর্শন করেছিলেন ৷ সম্প্রতি চিকিৎসকেরা জানিয়েছিলেন, তাঁর আয়ু নাকি আর মাত্র দু’বছর ৷ কিন্তু চিকিৎসকদের আশঙ্কাকে মিথ্যে করে মাত্র ৭৬ বয়সেই মারা গেলেন তিনি৷

advertisement

ভিনগ্রহে যে মানুষের অস্তিত্ব রয়েছে সেই বিষয়টি নিয়েও গবেষণা করেছিলেন তিনি ৷ এমনকী, তিনি জানিয়েছেন ভিনগ্রহে যে প্রাণ রয়েছে তাদের সভ্যতা অনেক উন্নত৷ এছাড়াও পৃথিবীর অস্তিত্ব ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন তিনি। হকিং বলেন, পৃথিবী থেকে ১৬ আলোকবর্ষ দূরে নাকি এমন কোনও গ্রহ রয়েছে যেই গ্রহতে পৃথিবীর থেকেও বুদ্ধিমান মানুষ বসবাস করতে পারে ৷ সেই গ্রহ থেকে সিগনাল আসার সম্ভাবনাও নাকি রয়েছে তাঁর কাছে ৷ এমনটাই জানিয়েছিলেন তিনি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে ব্যবসা শুরু, এখন দেখার মতো অবস্থা! অন্যদের দেখাচ্ছেন অঢেল আয়ের পথ
আরও দেখুন

উল্লেখ্য, ১৯৮৮ সালে প্রকাশিত হয়েছিল তাঁর বই ‘আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম।’ এছাড়াও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের থিওরিটিক্যাল কসমোলোজি গবেষণা সেন্টারের ডিরেক্টর ছিলেন হকিং৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
মহাবিশ্বে তারকা পতন, প্রয়াত স্টিফেন হকিং