উইলিয়ামের পরিণত প্রেমগুলির মধ্যে প্রথম এবং অন্যতম হল রোজের সঙ্গে তাঁর সম্পর্ক। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময, উইলিয়াম যখন ১৮ বছর বয়সি, তখন তাঁর সম্পর্ক তৈরি হয় রোজের সঙ্গে। তাঁদের প্রথম আলাপ আরও আগে, শৈশবে। তবে তাঁদের প্রেম ভেঙে যায় তিক্ততা ছাড়াই। দু’জনেই এখন খুব ভাল বন্ধু। সংক্ষিপ্ত পর্বের প্রেম ভেঙে যাওয়ার পর রোজ অভিনয় নিয়ে পড়াশোনা করতে চলে যান নিউইয়র্ক।
advertisement
আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেল গাড়ি, সেখানে দাঁড়িয়ে থাকা ৩ শিশুর যে অভিজ্ঞতা হল
নেটফ্লিক্সে উইলিয়ামের ভাই ডিউক অব সাসেক্স হ্যারির বিতর্কিত তথ্যচিত্রের মুখেই উইলিয়ামের একাই তাঁর প্রেমিকার বিয়েতে যাওয়া আরও বেশি চর্চিত ও আলোচিত। ওই তথ্যচিত্রে হ্যারি বলেছেন তিনি এবং মেগান মার্কল যখন রাজ পরিবার ছেড়ে চলে যাওয়ার কথা ঘোষণা করেন তখন পারিবারিক বৈঠকে মেজাজ হারিয়েছিলেন দাদা উইলিয়াম। ২০২০ সালের জানুয়ারি মাসের এই ঘটনার কথা উল্লেখ করেন হ্যারি। বলেন, "দাদাকে আমার উদ্দেশে চেঁচিয়ে কথা বলতে দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি। " নেটফ্লিক্সের হ্যারি অ্যান্ড মেগান ডকুসিরিজের পঞ্চম পর্বে এই কথাগুলি বলেছেন ডিউক অব সাসেক্স।