TRENDING:

স্ত্রী কেটকে ছাড়া একাই প্রাক্তন প্রেমিকার বিয়েতে গেলেন প্রিন্স উইলিয়াম

Last Updated:

Prince William attends his ex girl frined's wedding: ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর বলছে প্রিন্স অব ওয়েলসকে দেখা গিয়েছে গ্লসেস্টারশায়ারের ভার্জিন চার্চে তাঁর প্রাক্তন প্রেমিকা রোজ ফারকুয়ার এবং জর্জ গেম্মেলের বিয়েতে আমন্ত্রিত হিসেবে হাজির থাকতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন : প্রাক্তন প্রেমিকার বিয়েতে গেলেন প্রিন্স উইলিয়াম। এবং সেটাও স্ত্রী কেটকে ছাড়া। ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর বলছে প্রিন্স অব ওয়েলসকে দেখা গিয়েছে গ্লসেস্টারশায়ারের ভার্জিন চার্চে তাঁর প্রাক্তন প্রেমিকা রোজ ফারকুয়ার এবং জর্জ গেম্মেলের বিয়েতে আমন্ত্রিত হিসেবে হাজির থাকতে। কিন্তু স্ত্রী কেট মিডলটন তাঁর সঙ্গে সেখানে ছিলেন না।
প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন
প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন
advertisement

উইলিয়ামের পরিণত প্রেমগুলির মধ্যে প্রথম এবং অন্যতম হল রোজের সঙ্গে তাঁর সম্পর্ক। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময, উইলিয়াম যখন ১৮ বছর বয়সি, তখন তাঁর সম্পর্ক তৈরি হয় রোজের সঙ্গে। তাঁদের প্রথম আলাপ আরও আগে, শৈশবে। তবে তাঁদের প্রেম ভেঙে যায় তিক্ততা ছাড়াই। দু’জনেই এখন খুব ভাল বন্ধু। সংক্ষিপ্ত পর্বের প্রেম ভেঙে যাওয়ার পর রোজ অভিনয় নিয়ে পড়াশোনা করতে চলে যান নিউইয়র্ক।

advertisement

আরও পড়ুন :  নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেল গাড়ি, সেখানে দাঁড়িয়ে থাকা ৩ শিশুর যে অভিজ্ঞতা হল

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

নেটফ্লিক্সে উইলিয়ামের ভাই ডিউক অব সাসেক্স হ্যারির বিতর্কিত তথ্যচিত্রের মুখেই উইলিয়ামের একাই তাঁর প্রেমিকার বিয়েতে যাওয়া আরও বেশি চর্চিত ও আলোচিত। ওই তথ্যচিত্রে হ্যারি বলেছেন তিনি এবং মেগান মার্কল যখন রাজ পরিবার ছেড়ে চলে যাওয়ার কথা ঘোষণা করেন তখন পারিবারিক বৈঠকে মেজাজ হারিয়েছিলেন দাদা উইলিয়াম। ২০২০ সালের জানুয়ারি মাসের এই ঘটনার কথা উল্লেখ করেন হ্যারি। বলেন, "দাদাকে আমার উদ্দেশে চেঁচিয়ে কথা বলতে দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি। " নেটফ্লিক্সের হ্যারি অ্যান্ড মেগান ডকুসিরিজের পঞ্চম পর্বে এই কথাগুলি বলেছেন ডিউক অব সাসেক্স।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
স্ত্রী কেটকে ছাড়া একাই প্রাক্তন প্রেমিকার বিয়েতে গেলেন প্রিন্স উইলিয়াম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল