অনেকেই চমকে যাবেন! কেউ ভাববেন যে তিনি স্বপ্ন দেখছেন! তবে স্বপ্ন নয়, এমনটা বাস্তবেই হয়েছে। অবশ্য বলে রাখা ভালো- ব্যাপারটা নেহাতই ভুল বোঝাবুঝির জন্যই হয়েছে। আসলে ইংলন্ডের রাজার মহল ছেড়ে রাজপুত্র হ্যারি ও তাঁর অভিনেত্রী স্ত্রী মেগান মার্কলে (Megan Markle) জনসাধারণের
মধ্যে মিশে গেছেন। ইংলন্ড নয়, তাঁরা এখন আমেরিকায় থাকেন। আর সেখানেই ক্যালিফোর্নিয়া শহরে ঘটেছে এই মজার ঘটনা।
advertisement
মেগান ও হ্যারি তাঁদের আঠেরো মাসের শিশুপুত্র আর্চির সঙ্গে এ বার প্রথম বড়দিন উদযাপন করবেন। সঙ্গে থাকবেন মেগানের মা ডোরিয়া রেগল্যান্ডও। বড়দিনের আসন্ন উৎসবের জন্যই স্ত্রী মেগানকে নিয়ে কিছু কেনাকাটা করছিলেন রাজপুত্র। যে দোকানে তাঁরা আসবেন বলেছিলেন, সেই দোকান আগে থেকেই ফাঁকা করে দেওয়া হয়েছিল, যাতে কোনও বিশৃঙ্খলা না হয়।
তবে সব লোকজন বেরিয়ে গেলেও একটি পরিবার কোনও ভাবে দোকানের মধ্যেই থেকে যায়। আর সেই সময়েই হ্যারি ও মেগান দোকানে আসেন। মেগানের জন্য একটি ক্রিসমাস ট্রি পছন্দ করার উদ্দেশ্যে সেগুলো নিয়ে নাড়াচাড়া করছিলেন হ্যারি। হঠাৎ একটি বাচ্চা ছেলে এসে রাজপুত্রকে জিগ্যেস করে যে সে এখানে কাজ করে কি না! স্বভাবতই বাচ্চা ছেলেটির জানা ছিল না যে সে কথা বলছে ইংলন্ডের রাজপুত্রের সঙ্গে।
ঘটনায় দোকানের সবাই ঘাবড়ে গেলেও খবর বলছে যে এতে মেগান বা হ্যারি কেউই রেগে যাননি। দু'জনেই বেশ হাসিমুখে এবং শান্ত মাথায় ছিলেন বলেই দোকানের কর্মচারী জানিয়েছেন। এমনিতে ক্রিসমাসের সময়টা ইনলন্ডের এই রাজপরিবারের লোকজন সানড্রিংহামে সময় কাটান। সূত্র বলছে, হ্যারি ও মেগানের এই ভাবে ইংলন্ড ত্যাগ করে চলে যাওয়ায় মুষড়ে পড়েছেন বিলেতের রানি (Queen) দ্বিতীয় এলিজাবেথ (Elizabeth II)। তাঁর মন খারাপের
আর একটি কারণ হল যে এ বারে বড়দিনে তাঁর নাতি হ্যারি এবং তাঁর ছেলে ছোট্ট আর্চিকে দেখতে পাবেন না তিনি।
দোকানের কর্মচারী জেমস বলেছেন যে রাজপরিবারের সদস্য হওয়া স্বত্ত্বেও মেগান ও হ্যারি সাধারণ মানুষের মতোই আচরণ করছিলেন। তাঁর দোকানের ক্রিসমাস ট্রি মেগান পছন্দ করেছেন বলেও ট্যুইট করেন তিনি। স্বাভাবিক, একে রাজবধূ, তায় চিত্রতারকা, তাঁর পছন্দের খবরটা সবাইকে না জানালে হয়!