ব্রিটিশ একটি সংবাদপত্রের দাবি, হ্যারি অভিযোগ করেছেন, তাঁর স্ত্রী মেঘান মর্কেলকে নিয়ে যত সমস্যা এই রাজপরিবারের৷ সেই কারণের উইলিয়াম বার বার তাঁর স্ত্রীকে ‘অভদ্র’ ইত্যাদি বলে আক্রমণ করা হয়েছে৷ সেই কারণেই এদের দু’জনের মধ্যে ঝামেলা ক্রমে বাড়তে থাকে৷ হ্যারি সংবাদপত্রে বলেছে, ‘‘এই ঘটনা খুব তাড়াতাড়ি ঘটেছিল৷ উইলিয়াম আমাকে মারতে এসেছিল৷ এসে আমার কলার ধরেছিল৷ আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল মাটিতে৷’’ এই কথা হ্যারি নিজেই লিখেছএন এর আগে৷
advertisement
আরও পড়ুন: কাঁড়ি কাঁড়ি টাকায় নামিদামি প্রোডাক্ট ফেল? ফাটা গোড়ালির যত্নে ধন্বন্তরি 'এই' ঘরোয়া 'উপায়'
তিনি লিখেছিলেন, ‘‘আমি অনেকটা দূরে পড়ে গিয়েছিলাম৷ আমার কোমরে খুব চোট লাগে৷ ডাস্টবিনের ভাঙা অংশ আমার শরীরে ঢুকে যায়৷ আমি কিচ্ছুক্ষণ অর্ধচৈতন্যে পড়েছিলাম ওখানেই৷’’ তাঁকে সেই ঘটনাস্থল ছাড়তে হয়েছিল বড় একটি শারীরিক ক্ষত নিয়ে, সে কথাও বলেছিলেন তিনি৷
নটিংহ্যাম কটেজেও এর মারাত্মক ঘটনা ঘটেছিল বলে শোনা যায়৷ সেখানেও হ্যারি ও উইলিয়ামের মধ্যে ঝগড়া লেগে গিয়েছিল৷ হ্যারি সংবাদ মহলে জানিয়েছেন, তিনি তাঁর মুক্তি-আসন্ন আত্মজীবনীতে এই বিষয়গুলি লিখেছেন৷ যদিও পরে একাধিকবার উইলিয়াম এই নিয়ে ক্ষমাপ্রার্থনা করেছেন৷