TRENDING:

ইংরেজ রাজ পরিবারে লঙ্কাকাণ্ড! ভাইয়ে-ভাইয়ে মারামারি, উইলিয়ামের বিরুদ্ধে হ্যারির অভিযোগ

Last Updated:

ব্রিটিশ একটি সংবাদপত্রের দাবি, হ্যারি অভিযোগ করেছেন, তাঁর স্ত্রী মেঘান মর্কেলকে নিয়ে যত সমস্যা এই রাজপরিবারের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: ইংল্যান্ড রাজ পরিবারে মারাত্মক কাণ্ড৷ রাজপুত্রদের মধ্যে ঝামেলা পৌঁছে গেল একেবারে মারমারিতে৷ আর তাতেই সরগরম হয়ে উঠল রাজপরিবারের রাজনীতি৷ প্রিন্স হ্যারি অভিযোগ করেছেন, তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করেছেন প্রিন্স উইলিয়াম৷ তাঁকে কলার ধরে মারধর করা হয়েছে, মেরে মাটিতে ফেলে দিয়েছিলেন উইলিয়াম, তেমনই অভিযোগ করছেন তিনি৷ মেঘান মর্কেলের সঙ্গে তাঁর বিয়ের কারণেই এই ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেছেন৷
advertisement

ব্রিটিশ একটি সংবাদপত্রের দাবি, হ্যারি অভিযোগ করেছেন, তাঁর স্ত্রী মেঘান মর্কেলকে নিয়ে যত সমস্যা এই রাজপরিবারের৷ সেই কারণের উইলিয়াম বার বার তাঁর স্ত্রীকে ‘অভদ্র’ ইত্যাদি বলে আক্রমণ করা হয়েছে৷ সেই কারণেই এদের দু’জনের মধ্যে ঝামেলা ক্রমে বাড়তে থাকে৷ হ্যারি সংবাদপত্রে বলেছে, ‘‘এই ঘটনা খুব তাড়াতাড়ি ঘটেছিল৷ উইলিয়াম আমাকে মারতে এসেছিল৷ এসে আমার কলার ধরেছিল৷ আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল মাটিতে৷’’ এই কথা হ্যারি নিজেই লিখেছএন এর আগে৷

advertisement

আরও পড়ুন: কাঁড়ি কাঁড়ি টাকায় নামিদামি প্রোডাক্ট ফেল? ফাটা গোড়ালির যত্নে ধন্বন্তরি 'এই' ঘরোয়া 'উপায়'

আরও পড়ুন: মারকাটারি চাহিদা! বিরিয়ানিকে টেক্কা দিল Condom? বর্ষবরণের রাতে কী ভাবে 'বিরাট' লক্ষ্মীলাভ স্যুইগির? চমকে যাবেন!

তিনি লিখেছিলেন, ‘‘আমি অনেকটা দূরে পড়ে গিয়েছিলাম৷ আমার কোমরে খুব চোট লাগে৷ ডাস্টবিনের ভাঙা অংশ আমার শরীরে ঢুকে যায়৷ আমি কিচ্ছুক্ষণ অর্ধচৈতন্যে পড়েছিলাম ওখানেই৷’’ তাঁকে সেই ঘটনাস্থল ছাড়তে হয়েছিল বড় একটি শারীরিক ক্ষত নিয়ে, সে কথাও বলেছিলেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অতিবৃষ্টিতে জলের তলায় বিঘার পর বিঘা কৃষিজমি! ক্ষতিপূরণ নিয়ে বড় আপডেট দিলেন বিডিও
আরও দেখুন

নটিংহ্যাম কটেজেও এর মারাত্মক ঘটনা ঘটেছিল বলে শোনা যায়৷ সেখানেও হ্যারি ও উইলিয়ামের মধ্যে ঝগড়া লেগে গিয়েছিল৷ হ্যারি সংবাদ মহলে জানিয়েছেন, তিনি তাঁর মুক্তি-আসন্ন আত্মজীবনীতে এই বিষয়গুলি লিখেছেন৷ যদিও পরে একাধিকবার উইলিয়াম এই নিয়ে ক্ষমাপ্রার্থনা করেছেন৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
ইংরেজ রাজ পরিবারে লঙ্কাকাণ্ড! ভাইয়ে-ভাইয়ে মারামারি, উইলিয়ামের বিরুদ্ধে হ্যারির অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল