বৈচিত্র আমাদের দেশের বৈশিষ্ট্য। বহু ভাষাভািষ, বিবিধ সংস্কৃতির পীঠস্থান ভারত। এদিন সেই দেশেরই প্রতিনিধিত্ব করতে এসেছি বলে বক্তব্য রাখেন মোদি (PM Narendra Modi in UN General Assembly)। তাঁর কথায়, 'আমি গণতন্ত্রের মহান পীঠস্থানের প্রতিনিধিত্ব করছি। আমরা দেশের ৬ লক্ষের বেশি গ্রামে ড্রোনের মাধ্যমে ডিজিটাল ম্যাপিং করছি। গৃহহীনদের জন্য ৩ কোটি পাকা ঘর তৈরি হয়েছে। ৪৩ কোটি মানুষের অ্যাকাউন্ট করা হয়েছে। ভারতীয়ের উন্নয়ন হলে পৃথিবীরও উন্নয়ন হবে। ৩৬ কোটির বেশি মানুষকে বিমার আওতায় আনা হয়েছে। উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে ভারত।'
advertisement
এদিন পাকিস্তানকে নাম না করেই সন্ত্রাসবাদ প্রসঙ্গে বার্তা দেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi in UN General Assembly)। তিনি বলেন, 'যে দেশ সন্ত্রাসবাদকে ব্যবহার করছে তাদের কাছেও সন্ত্রাসবাদীরা বিপজ্জনক। আফগানিস্তানকে যেন সন্ত্রাসবাদীরা ব্যবহার না করতে পারে। আফগানিস্তানের পরিস্থিতির সুযোগ যেন কেউ না নিতে পারে। এ জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে।'
নিজের বক্তব্য শেষ করার আগে, রবীন্দ্রনাথ ঠাকুরের 'শুভ কর্মপথে করো নির্ভয় গান' কবিতাটি বাংলায় আবৃত্তি করেন প্রধানমন্ত্রী মোদি। এর পর নিজেই সেটির হিন্দি তর্জমা করে দেন। তিনি বলেন, 'গোটা বিশ্বকে সুরক্ষিত ও সুন্দর করে তোলাই আমাদের সকলের লক্ষ্য, আমি এটাই বিশ্বাস করি।' বুধবার তিন দিনের সফরে আমেরিকায় পৌঁছন প্রধানমন্ত্রী। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করেছেন। এর পাশাপাশি আলোচনাপর্ব সেরেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রধানমন্ত্রী জশিডি সুগার সঙ্গে। ওয়াশিংটনে যোগ দেন কোয়াড সম্মেলনেও। এছাড়া ভারতে বিনিয়োগের লক্ষ্যে পাঁচ বিশ্বমানের সংস্থার সিইও-র সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: পোপ-চ্যান্সেলরের সঙ্গেও একমঞ্চে না! রোম সফর বাতিলে কেন্দ্রকে তোপ মমতার