TRENDING:

একই দিনে ৩০০ পুরুষের সঙ্গে পর্ন ছবিতে কাজ করা অভিনেত্রী এখন সফল কুস্তিগীর !

Last Updated:

Porn Star Jasmine turns to wrestler: জ্যাসমিন জানান, পর্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে তাঁর একেবারেই ভালো লাগছিল না ৷ তাই তিনি পেশা বদলের সিদ্ধান্ত নেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউইয়র্ক: অধিকাংশ মানুষের মনেই একটা ধারণা রয়েছে যে পর্ন ফিল্মে অভিনয় করেন যারা, তাদের জীবনে টাকার যেমন অভাব নেই ৷ তেমন নেই কোনও চিন্তাও ৷ কিন্তু সত্যি কি তাই ? সম্প্রতি একজন পর্নস্টার নিজের কাহিনী প্রকাশ্যে আনেন ৷ তিনি জানান, এই পেশায় আসার পর কতরকম সমস্যার সম্মুখীন তাঁকে হতে হয়েছিল ৷
Photo: Instagram
Photo: Instagram
advertisement

পর্ন ফিল্মের দুনিয়ায় বিখ্যাত নাম আমেরিকার অভিনেত্রী জ্যাসমিনের (Porn Actress Jasmine) ৷ নয়ের দশকে পর্ন ফিল্মের ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নেন তিনি ৷ এবং নিজের পেশা বদল করে হয়ে যান একজন পেশাদার কুস্তিগীর (Porn Actress Turns Wrestler) ৷ পর্ন ফিল্মে দীর্ঘদিন অভিনয় করার খারাপ অভিজ্ঞতাও শেয়ার করেছেন তিনি ৷

১৯৯০ সালে আমেরিকায় যে সমস্ত পর্ন ছবি তৈরি হত, সেখানে বেশিরভাগ ছবিতেই জ্যাসমিনকে অভিনয় করতে দেখা যেত ৷ কিন্তু জ্যাসমিনকে সবাই চিনতে তখনই পারেন, যখন একটি পর্ন ছবিতে একসঙ্গে ৩০০-র বেশি পুরুষের সঙ্গে কাজ করতে দেখা যায় তাঁকে ৷ এরপরেই পর্ন দুনিয়ার তারকা অভিনেত্রী হয়ে ওঠেন জ্যাসমিন ৷  কিন্তু এর কিছু দিন পরেই এই পেশাকে গুডবাই জানান তিনি ৷ এরপর কুস্তির দুনিয়ায় পা রাখেন জ্যাসমিন ৷ সেখানেও দারুণ সাফল্য পান ৷ এবং কুস্তিগীর হিসেবেও যথেষ্ট নামডাক হয় তাঁর ৷

advertisement

আরও পড়ুন- লাখ টাকার উপরে বিল ! রেস্তোরাঁয় ডিনার করার পর বিল দেখে প্রায় অজ্ঞান হওয়ার জোগাড় ব্যক্তির

‘আনফিল্টার্ড’ নামের একটি পডকাস্টে জ্যাসমিন নিজের অভিজ্ঞতা শেয়ার করেন ৷ সেখানে তিনি বলেন, মানুষ আপনাকে এমন অনেক কিছুর জন্যও মনে রাখেন, যা আপনি নিজেই মনে করতে চান না ৷ পর্ন ছবিতে ৩০০ পুরুষের সঙ্গে ভিডিও বানাতেও অসুবিধা ছিল না তাঁর ৷ ওই অভিজ্ঞতা নাকি মজারই ছিল ৷ কিন্তু এই কাজ ১০ ঘণ্টা ধরে টানা করে যাওয়াটা মোটেই সহজ কাজ নয় ৷ জ্যাসমিনের মনে হত, যেন তিনি কোনও সার্কাসে রয়েছেন ৷ যেখানে ‘কাজ’ শেষ করাটাই শুধু তাঁর কাজ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

জ্যাসমিন জানান, পর্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে তাঁর একেবারেই ভালো লাগছিল না ৷ তাই তিনি পেশা বদলের সিদ্ধান্ত নেন ৷ খুব ছোটবেলার থেকেই কুস্তির দিকে জ্যাসমিনের ঝোঁক ছিল ৷ তাই পর্ন ফিল্মে কাজ ছাড়ার পর তিনি বেশ কিছুদিন কুস্তি শেখেন ৷ তারপর নেমে পড়েন রিং-এ ৷ সেখানে অনেক সাফল্য পেয়েছেন তিনি ৷ নিজের ভালো কেরিয়ার গড়তে সফল জ্যাসমিন ৷ পাশাপাশি ফিল্মে অভিনয়ও করেছেন তিনি ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
একই দিনে ৩০০ পুরুষের সঙ্গে পর্ন ছবিতে কাজ করা অভিনেত্রী এখন সফল কুস্তিগীর !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল