TRENDING:

Pope Francis: যুদ্ধবাজরা মানবতার শত্রু বললেন পোপ

Last Updated:

আমি নিজেকে জিজ্ঞেস করলাম এই হিংসা এবং হানাহানি করে কী ফল পাওয়া যাবে? অন্যের ঘর ভেঙে নিজের ঘর সুরক্ষিত রাখা যায় না। প্রচুর শিশু প্রাণ হারাচ্ছে। এটা প্রমাণ করে যাঁরা এই কাজ করছে তাঁরা উন্মাদ। ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করতে পিছপা নয় , বলেন পোপ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

কিন্তু সামরিক শক্তিতে এগিয়ে থাকা ইজরায়েল অনেক বেশি ক্ষতি করছে প্যালেস্টাইনের। বিভিন্ন রাষ্ট্রনেতা থেকে শুরু করে রাষ্ট্রসংঘ পর্যন্ত শান্তি ফেরাতে উদ্যোগী হয়েছে, কিন্তু বিশেষ ফল পাওয়া যায়নি। এবার আসরে নামলেন পোপ ফ্রান্সিস। রবিবার প্রার্থনার পর ভ্যাটিকান থেকে তিনি বলেন, " আমি নিজেকে জিজ্ঞেস করলাম এই হিংসা এবং হানাহানি করে কী ফল পাওয়া যাবে? অন্যের ঘর ভেঙে নিজের ঘর সুরক্ষিত রাখা যায় না। প্রচুর শিশু প্রাণ হারাচ্ছে। এটা প্রমাণ করে যাঁরা এই কাজ করছে তাঁরা উন্মাদ। ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করতে পিছপা নয়। মনে রাখবেন ঈশ্বর প্রত্যেক মানুষকে নিজের হাতে তৈরি করেছেন। তাই এই চরম হানাহানি বন্ধ না হলে ঈশ্বরের অপমান। অবিলম্বে হিংসা বন্ধ করুন "।

advertisement

পোপের এই আবেদনে কতটা কাজ হবে বলা মুশকিল। যদিও এই প্রথম নয়। অতীতেও বিভিন্ন অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছেন তিনি। এই যুগের প্রবক্তা, বিপ্লবী এবং সমাজ সংস্কারক হিসেবে পোপ ফ্রান্সিস অন্যতম। অত্যাচার, শোষণ, নির্যাতন এবং মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি বরাবর প্রতিবাদ এবং ধিক্কার জানিয়ে এসেছেন। প্রভু যীশুর দেখানো পথেই তিনি হেঁটেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

মানুষের মৌলিক অধিকার আদায় করার ব্যাপারে জনগণের পাশে দাঁড়িয়েছেন। অন্যায়ের সঙ্গে আপোস করা পছন্দ নয় তাঁর। রবিবার তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই হামলা বন্ধ না হলে ঈশ্বরের খাতায় দাম দিতে হবে। এখন যাঁরা নিজেদের শক্তিশালী ভাবছে, সময়ের সঙ্গে তাঁরাও ধুলোয় মিশে যাবে। দু'পক্ষকেই শান্তির পথে হাঁটার আবেদন করেছেন তিনি।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Pope Francis: যুদ্ধবাজরা মানবতার শত্রু বললেন পোপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল