আঙ্কারা: আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমান। দুর্ঘটনায় বিমানের মধ্যে থাকা সকলেরই মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে তুরস্কে। বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান, চারজন কর্মকর্তা এবং তিনজন ক্রু মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারার বিমানবন্দর থেকে ওড়ার পর ঘটনাটি ঘটে। লিবিয়ার কর্মকর্তারা বলেছেন, বিমানের দুর্ঘটনার কারণ ছিল প্রযুক্তিগত ত্রুটি।
advertisement
তুরস্কের কর্মকর্তাদের মতে, লিবিয়ার প্রতিনিধি দল আঙ্কারায় উচ্চ স্তরের প্রতিরক্ষা আলোচনায় অংশ নিচ্ছিল, যাতে দুই দেশের সামরিক সহযোগিতা বাড়ানো যায়। লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল-হামিদ ডবেইবা জেনারেল মুহাম্মদ আলী আহমাদ আল-হাদাদ এবং চারজন কর্মকর্তার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
তিনি ফেসবুকে এক বিবৃতিতে বলেছেন, ‘দুঃখজনক দুর্ঘটনা’ ঘটে যখন প্রতিনিধি দল দেশে ফিরছিলেন। প্রধানমন্ত্রী এটিকে লিবিয়ার জন্য ‘বড় ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছেন। কর্মকর্তারা আরও জানিয়েছেন, আল-হাদাদ পশ্চিম লিবিয়ার প্রধান সামরিক কমান্ডার ছিলেন এবং লিবিয়ার বিভক্ত সামরিক বাহিনীকে একত্রিত করার জন্য চলমান জাতিসংঘ-আধারিত প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
দুর্ঘটনায় নিহত চারজন কর্মকর্তার নাম হল, জেনারেল আল-ফিতৌরি ঘরাইবিল, লিবিয়ার স্থলবাহিনী প্রধান, ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ আল-কাতাউই, সামরিক উৎপাদন কর্তৃপক্ষের প্রধান, মুহাম্মদ আল-আসাওই ডিয়াব, প্রধান কর্মকর্তা অফিসের উপদেষ্টা, মুহাম্মদ ওমর আহমেদ মাহজুবে, প্রধান কর্মকর্তা অফিসের সামরিক ফটোগ্রাফার। তিনজন ক্রু সদস্যের পরিচয় এখনও জানা যায়নি।
