প্রত্যক্ষদর্শীদের মতে, বিমানটি আকাশে অ্যারোবেটিক শো করছিল, কিন্তু হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে অনেক উঁচু থেকে প্রচণ্ড গতিতে নিচে নামতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি মাটিতে আছড়ে পড়ে, যার ফলে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আকাশজুড়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।
advertisement
পাইলট জেমস ও’কনেল ছিলেন একজন অভিজ্ঞ ও দক্ষ টেস্ট পাইলট। এয়ার শোর আয়োজকরা এক বিবৃতিতে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে তিনি বিমান থেকে বের হওয়ার চেষ্টাও করেননি।
আরও পড়ুন: ভয়ঙ্কর ৯.৫ মাত্রার ভূমিকম্পে বেসামাল হয় চিলি! পাল্টায় মানচিত্র, সুনামির গ্রাসে জাপান, নিউজিল্যান্ড…
এই দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। দক্ষিণ আফ্রিকার সিভিল এভিয়েশন অথরিটি (SACAA) এবং দেশটির বিমান বাহিনী তদন্ত শুরু করেছে।
বিশ্বব্যাপী এয়ার শো চলাকালীন বিমান দুর্ঘটনার ঘটনা বিরল নয়। অতীতে, বিভিন্ন দেশে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে রয়েছে পাইলটের ভুল, যান্ত্রিক ত্রুটি, বা প্রতিকূল আবহাওয়া। বিশেষজ্ঞরা বলছেন, অত্যন্ত জটিল অ্যারোবেটিক ম্যানুভার করার সময় বিমানের স্টল হয়ে যাওয়া কিংবা ওভারলোডের কারণে নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা বেশি থাকে।