গ্রাউবুন্ডেন ক্যান্টনের (রাজ্য) পুলিশ এক বিবৃতিতে জানায়, Extra EA-400 নামের প্রপেলার বিমানটি সোমবার বিকেল ৫:২০ মিনিটে সুইজারল্যান্ডের সামেদন এয়ারফিল্ড থেকে যাত্রা শুরু করেছিল। পুলিশের তথ্য অনুযায়ী, বিমানটি গত ১৩ মার্চ ডেনমার্ক থেকে সুইজারল্যান্ডে এসেছিল এবং এটি ফিরে যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হয়।
আরও পড়ুন: ভয়ঙ্কর দুর্ঘটনায় আঁতকে উঠল মানুষ! নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, আহত একাধিক…
advertisement
এত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হবে এটা হয়তো কোনও যাত্রীই ভাবতে পারেনি। টেক অফ করার মাত্র দুই মিনিট পর বিমানটি লা পুন্ত চামুয়েস-চ গ্রামের সীমানায় এসে পাহাড়ে ধাক্কা খায়। মুহূর্তের মধ্যে সেটিতে আগুন ধরে যায়। আগুনের তীব্রতা ছিল ভয়ঙ্কর। উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করতে অনেকটা সময় লেগে যায়।
বিমানটিতে থাকা তিনজনই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। স্থানীয় প্রশাসন জানায়, আগুনের কারণে বিমানের বেশিরভাগ অংশ পুড়ে গেছে, যা পরিচয় শনাক্তকরণের কাজ কঠিন করে তুলেছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনও তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি বা খারাপ আবহাওয়া দুর্ঘটনার সম্ভাব্য কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুইস এভিয়েশন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার বিস্তারিত বিশ্লেষণ করে শিগগিরই একটি প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: থিকথিকে ভিড়ের মধ্যেই ঢুকে গেল গাড়ি, ফের ভয়াবহ দুর্ঘটনা জার্মানিতে! মৃত ১, আহত একাধিক…
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা বিকট শব্দ শুনতে পান এবং তারপরই আগুনের শিখা দেখতে পান। অনেকে দ্রুত উদ্ধারকর্মীদের খবর দেন, তবে বিধ্বস্ত হওয়া বিমানের যাত্রীদের বাঁচানো সম্ভব হয়নি।
এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে সুইস প্রশাসন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে তারা।